
সোমবার ০৫ মে ২০২৫
জামশেদপুর-২ ইস্টবেঙ্গল-০
(রেই, লালচুংনুঙ্গা-আত্মঘাতী )
আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলকে দেখে জনপ্রিয় কবিতার লাইনগুলো মনে পড়তে বাধ্য।
রাজা আসে যায়, রাজা বদলায়
নীল জামা গায়, লাল জামা গায়
এই রাজা আসে ওই রাজা যায়
জামা কাপড়ের রং বদলায়....
দিন বদলায় না!
কোচ গেলেন, কোচ এলেন। ইস্টবেঙ্গল আর বদলাল না। আইএসএলের চার-চারটি ম্যাচ হয়ে গেল। এখনও জয়ের মুখ দেখল না লাল-হলুদ। চারটিতেই হার। শনিবার খালিদ জামিলের চালে বিধ্বস্ত হল ইস্টবেঙ্গল। অতীতে লাল-হলুদের কোচ ছিলেন খালিদ। সেই সময়ে ব্যর্থ তকমা নিয়ে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব ছাড়তে হয়েছিল তাঁকে। এহেন খালিদ জামিল প্রাক্তন ক্লাবকে হারিয়ে আরও সমস্যায় ফেলে দিলেন ইস্টবেঙ্গলকে।
কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে টানা তিন ম্যাচে হার মেনেছিল ইস্টবেঙ্গল। আইএসএলের শুরুতে সরে যান কুয়াদ্রাত। নতুন কোচ হিসেবে স্প্যানিশ অস্কার ব্রুঁজোর নাম প্রবলভাবে শোনা যাচ্ছে। তিনি কবে আসবেন জানা নেই। জামশেদপুরের বিরুদ্ধে সহকারি কোচ বিনু জর্জের হাতে ছিল দলের রিমোট কন্ট্রোল। কিন্তু লাল-হলুদের ছবিটা একই থেকে গেল।
একের পর এক গোলের সুযোগ তৈরি করল ইস্টবেঙ্গল। আবার সেগুলোই বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো নষ্ট করল লাল-হলুদের ক্লেটন সিলভা, মাদিহ তালালরা। পেনাল্টি থেকে গোল করতে পারলেন না সল ক্রসপো। গোলকিপারের সঙ্গে হ্যান্ডশেক দূরত্বে বল হয় বাইরে পাঠালেন ক্লেটন, নয়তো গোলকিপারের শরীরে মারলেন। এত গোলের সুযোগ নষ্ট করলে কোচ বেচারি আর কী করবেন! তাই তাঁরই ছুটি হয়ে যায়। নতুন কোচ অস্কার ব্রুঁজো এলে তাঁর কাজ যে প্রবল কঠিন হবে বলাই বাহুল্য।
বিনু জর্জের কোচিংয়ে কলকাতা লিগে ইস্টবেঙ্গল অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছিল। কিন্তু কলকাতা লিগ আর আইএসএল তো এক নয়! জমিন আসমান পার্থক্য। তাই ঘরোয়া লিগের সফল বিনুও পা হড়কালেন খালিদ জামিলের কাছে। রেফারির বাঁশি বাজার পর থেকে ইস্টবেঙ্গলকে ইতিবাচক দেখালেও খেলা যত গড়ায় ততই কঙ্কাল বেরিয়ে পড়ে লাল-হলুদের। ২১ মিনিটে রেইয়ের দূরপাল্লা শটের উত্তর ছিল না গোলকিপার দেবজিতের কাছে। কিন্তু জামশেদপুরের রেই যখন শট নিচ্ছেন, তখন তাঁর আশপাশে কোনও ইস্টবেঙ্গলের খেলোয়াড় ছিলেন না কেন! অঢেল সময় পেয়ে যান রেই।
পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল আরও যেন গোলকধাঁধায় হারিয়ে গেল। ক্লেটন সহজ সব গোলের সুযোগ নষ্ট করলেন। জামেশদপুর গোলবকিপার আলবিনো গোমেসের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ধরা দিল। সেই ছায়ায় পথ হারালেন ইস্টবেঙ্গলের তারকারা। দ্বিতীয়ার্ধেও ছবি বদলাল না। গোলের সুযোগ নষ্ট তো হলই। উল্টে পেনাল্টি থেকে ক্রেসপো বল তুলে দিলেন আলবিনোর হাতে। ৭০ মিনিটে আরও লজ্জা অপেক্ষা করেছিল ইস্টবেঙ্গলের জন্য। লালচুংনুঙ্গার আত্মঘাতী গোলে জামশেদপুর ২-০ করে ফেলে। ইস্টবেঙ্গল না পারল ব্যবধান কমাতে, না পারল সমতা ফেরাতে। কোচ বদলালেও ছবি বদলাল না ইস্টবেঙ্গলের।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?
নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা
ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা
দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?
ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার
স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা