
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দার বড়মোহনপুর হাই স্কুলের রসায়নের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক বঙ্কিম বিহারী মাইতি কবিতার মাধ্যমে অত্যন্ত সহজ ভাবে জটিল রসায়নকে ছাত্র-ছাত্রীদের কাছে উপস্থাপন করে আসছেন প্রায় দুই দশক ধরে। বঙ্কিম বাবু খড়গপুর আইআইটি’র প্রাক্তনী। তিনি ১৯৭০ সালে রসায়নে মাস্টার্স করেন জগৎ বিখ্যাত এই প্রতিষ্ঠান থেকে। তারপর থেকেই তিনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে কবিতার মাধ্যমে রসায়ন শিক্ষা প্রদানে সচেষ্ট হন। পেয়েছিলেন বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু মাতৃভূমির জন্য কিছু করার তাগিদে ছেড়ে যাননি জন্মস্থান। তিনি ১৯৬৫ সালে শিক্ষকতায় যোগদান করেন। ৩৯ বছর শিক্ষকতা করার পর অবসর গ্রহণ করেন ২০০৪ সালে। আজও তিনি একই ভাবে কবিতার মাধ্যমে রসায়নকে আগামী প্রজন্মের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছেন। তৈরি করেছেন বহু নাম করা রসায়নবিদ। তার ছাত্র-ছাত্রীরা এখন দেশে ও বিদেশে বহু নাম করা প্রতিষ্ঠানে হয় কর্মরত অথবা গবেষণারত। বঙ্কিম বাবুর বয়স এখন ৮০। তিন বছর আগে গ্লুকোমার কারণে ডান চোখে হারিয়েছেন দৃষ্টিশক্তি, তিন মাস হল বুকে বসেছে পেসমেকার। তবে তাতেও কুছ পরোয়া নেহি। অনলাইন ও অফলাইনে চলছে তার অভিনব পদ্ধতিতে রসায়ন শিক্ষা ক্লাস। শুনলে অবাক হবেন, সম্পূর্ণ বিনামূল্যেই চলছে এই শিক্ষা প্রদান। এই বয়সে শারীরিক অসুস্থতা থাকা সত্বেও এখনও জনা দশেক ছাত্র তার বাড়িতে এসে নিয়মিত নেয় রসায়ন চর্চার পাঠ। শিক্ষক মহাশয়ের সাথে সমস্বরে তাই ছাত্ররাও বলে চলেছেন ‘গ্যাটারম্যান, উলম্যান সবে হল হার, আম্রপালি, নাইট্রাইট কবে হবে তার।’ তার এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়ে তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের তরফে প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রোফেসর ভি কে তিওয়ারি বিশেষ মানপত্র দিয়ে সম্মান জানিয়েছে। শিক্ষকতার পাশাপাশি এলাকায় তিনি বিশিষ্ট কবি, নট ও নাট্যকার হিসেবেও বহুল পরিচিত।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও