
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: বন্যাবিধ্বস্ত বলাগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শনে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। চাঁদরা, মিলনগর, চরখয়রামারি–সহ ভাঙন এবং বন্যাকবলিত এলাকায় বুধবার যান রচনা। সাংসদকে সামনে পেয়েই গ্রামবাসীরা তাঁদের সমস্যার কথা জানান। তাঁদের দাবি, মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা হয়েছে। গ্রামবাসীরা সাংসদকে জানিয়েছেন, গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়িঘর। পাড় ভাঙছে নিয়মিত। ভাঙনের আতঙ্ক নিয়েই দিন কাটছে তাদের।
গ্রামবাসীরা জানান, যাদের বাড়ি তলিয়ে গেছে, তারা আবাসের ঘর পাননি। বন্যাদুর্গতদের সঙ্গে এদিন দেখা করে খোঁজখবর নেন রচনা। তাঁদের অভাব–অভিযোগ শুনেছেন। স্থানীয় দলীয় নেতাদের সে নিয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়ে রচনা জানান, ‘গোটা বিষয়টি সাংসদে তুলব। ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে।’ রচনার অভিযোগ, আগের সাংসদ কিছুই করেননি। ডিভিসিকে তোপ দেগে রচনা জানান, ‘রাজ্যের অনুমতি না নিয়ে কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে।’
এদিকে রচনাকে কটাক্ষ করে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছেন কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল কুইন্টালে কবে থেকে জল মাপা হয়? আমরা তো জানি কিউসেকে মাপা হয়।’ এদিকে, বন্যা পরিস্থিতি দেখে কলকাতা ফেরার পথে রচনা কিনলেন ওল। রাস্তার পাশের নয়ানজুলিতে কাজ করছিলেন কৃষকরা। তাঁদের কাছ থেকে ওল কেনেন হুগলির সাংসদ। তবে দরদাম করেননি। কৃষকদের কাছ থেকে চাষবাসের খোঁজও নেন রচনা। সাংসদ জানান ওই সবজিটি তাঁর খুব প্রিয়। তবে কৃষকদের থেকে সাংসদ জেনে নেন গলা ধরবে কিনা। কৃষকরা আশ্বস্ত করতেই ওল কিনে কলকাতা ফেরেন সাংসদ।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও