
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন লিভার ক্যান্সারে। নিজের বাড়িতে মারা যান সাংসদ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর।
অসুস্থ সাংসদকে এর আগে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার দুপুর একটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। চিকিৎসকের একটি দল তাঁর বাড়িতে হাজির হয়। তাঁর হৃদস্পন্দন, নাড়িস্পন্দন পাওয়া যাচ্ছিল না। দুপুর একটা নাগাদ মারা যান তিনি।
২০০৯ সালে তৃণমূলের টিকিটে বসিরহাট থেকে জিতে হাজি নুরুল প্রথমবার সাংসদ হন। এরপর ২০১৪ সালে জঙ্গিপুর থেকে প্রার্থী করা হয় তাঁকে। কিন্তু হেরে যান। তার পর ২০১৬ সালে বসিরহাট লোকসভার অধীন হাড়োয়া বিধানসভায় জিতে তিনি বিধায়ক হন। ২০২১ সালে ফের হাড়োয়ার বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালে ফের তৃণমূল তাঁকে লোকসভায় টিকিট দেয় বসিরহাটে। তার আগে ২০১৯ নির্বাচনে বসিরহাটে জিতে সাংসদ হয়েছিলেন নুসরত জাহান। কিন্তু ২০২৪ সালে মমতার ইচ্ছাতেই বসিরহাট লোকসভায় শেষ পর্যন্ত তৃণমূলের প্রার্থী হন নুরুল। এবং জেতেন বড় ব্যবধানে। তাঁর লড়াই ছিল বিজেপির রেখা পাত্রের বিরুদ্ধে। লোকসভা ভোটের যে সময় হাজি নুরুলকে দল প্রার্থী করেছিল, সেই সময় সন্দেশখালি ইস্যুতে উত্তাল ছিল রাজ্য। কিন্তু তৃণমূল ভরসা রেখেছিল হাজি নুরুলের উপরেই। এবং শেষ হাসি হাসেন হাজি নুরুলই।
যদিও ২০২৪ নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আর বুধবার দুপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি নুরুল ইসলাম। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের সহকর্মী তথা বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকে হারিয়ে আমরা শোকাহত।’ নুরুলের পরিবারকে শোকবার্তা জানিয়েছেন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী