
সোমবার ০৫ মে ২০২৫
পেট্রোল-ডিজেলের দাম
আজকাল ওয়েবডেস্ক: সকালে ঘুম থেকে উঠেই চোখ থাকে খবরে। আজ কত যাচ্ছে পেট্রোল কিংবা ডিজেলের দাম। জায়গা বিশেষে আলাদা হয় পেট্রোলের দাম। কলকাতায় সোমবার সপ্তাহের শুরুতে পেট্রোলের দাম যাচ্ছে লিটার পিছু ১০৪ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে অন্যদিকে ডিজেলের দাম যাচ্ছে ৯১.৭৬ টাকা প্রতি লিটার।
এবার অন্য মেট্রোপলিটন শহরের দিকে চোখ রাখা যাক। মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৪৪ টাকা। আর ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৮৫ টাকা প্রতি লিটার। আর ডিজেলের দাম যাচ্ছে লিটার পিছু ৯২.৪৩ টাকা। দেশের রাজধানী দিল্লিতে এই দাম তুলনায় কম। ৯৪.৭২ টাকা প্রতি লিটার পেট্রোল আর ডিজেল লিটার পিছু ৮৭.৬২ টাকা।
শুধু মেট্রোপলিটন শহরেই নয়, এই পেট্রোল আর ডিজেলের দামের হেরফের হয় একই রাজ্যের ভিন্ন শহরগুলিতে।পশ্চিমবঙ্গের অন্য বড় শহরগুলোর মধ্যে বাঁকুড়ায় ১০৫.৬৪ টাকা, হুগলিতে ১০৫.২৪ টাকা, দার্জিলিং -এ ১০৪.৮০ টাকা, ঝাড়গ্রামে ১০৫.৮১ টাকা এবং মালদায় ১০৪.৭৩ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম। অন্যদিকে এই শহরগুলিতে ডিজেলের দাম যথাক্রমে ৯২.৪০ টাকা, ৯২.০৩ টাকা, ৯১.৬১ টাকা, ৯২.৫৩ টাকা এবং ৯১.৫৬ টাকা।
গত ১০ দিন ধরেই পেট্রোল আর ডিজেলের দাম রয়েছে অপরিবর্তিত। ভারতে এই দাম নির্ভর করে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারমূল্যের ওপর। বিশ্বে এখন অপরিশোধিত তেলের দাম কমছে। যদিও তার প্রভাবে এখনও পর্যন্ত দেশে দাম কমেনি।
আপনিও এবার থেকে ছোট্ট এক এসএমএসের মাধ্যমেই জেনে যেতে পারবেন আপনার শহরের দৈনিক রেট চার্ট। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকেরা RSP লিখে এরপর স্পেস দিয়ে ডিলার কোডটি লিখে ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে মেসেজ পাঠালেই সঙ্গে সঙ্গে জেনে যাবেন বর্তমানে পেট্রোলের দাম কত যাচ্ছে। বিপিসিএলের গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম, শুধু পাঠাতে হবে ৯২২৩১১২২২২ এই নম্বরে। আর যদি হন এইচপিসিএলের গ্রাহক সেক্ষেত্রে RSP এর জায়গায় HPPRICE লিখে পাঠাতে হবে ৯২২২২০১১২২ এই নম্বরে।
যেহেতু অপরিশোধিত তেলের দাম কমছে বিশ্বে তাই তার প্রভাবে দাম কমতেও পারে পুজোর মুখে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১