
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কামরার নকশার পরিবর্তন থেকে টিকিট বিলির ব্যবস্থা। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহনের মাধ্যম চক্ররেলকে (circular railway) আরও আধুনিক করে গড়ে তোলা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন এখবর। তাঁর কথায়, 'এই রেলপথ আগাগোড়াই গিয়েছে গঙ্গার পাশ দিয়ে। যাত্রীরা চলন্ত ট্রেনে বসে যা উপভোগ করতে পারেন। পায়ে পায়ে এই রেলপথ অতিক্রম করেছে ৪০ বছর। তাকে আরও আধুনিক করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যার মধ্যে অন্যতম হল টিকিট ব্যবস্থা ও কামরার নকশার পরিবর্তন।'
১৯৮৪ সালের ১৫ আগষ্ট শুরু হয় চক্ররেলের যাত্রা। ডিজেল ইঞ্জিন চালিত কাঠের কামরায় কলকাতার নানা জায়গায় দ্রুত পৌঁছতে প্রথম থেকেই এই রেলপথে ভিড় করেন যাত্রীরা। সময়ের সঙ্গে রেলের অন্যান্য রুটের মতো এই রেলপথেও এসেছে পরিবর্তন। যাত্রীও বেড়েছে পাল্লা দিয়ে। রেল জানিয়েছে, গত ১০ বছরে এই পথে রেলের যাত্রী ২০০ শতাংশ বেড়েছে। কলকাতা স্টেশন থেকে মাঝেরহাট স্টেশন পর্যন্ত গোটা পথেই যাত্রীরা ভিড় করেছেন প্ল্যাটফর্মে।
শনিবার চক্ররেলের ৪০ বছর পূর্তি উপলক্ষে পূর্ব রেলের তরফে একটি বিশেষ ট্রেন যাত্রা করে কলকাতা স্টেশন থেকে। সম্পূর্ণ মহিলা পরিচালিত প্রিন্সেপ ঘাট স্টেশন পর্যন্ত এই যাত্রায় অন্যান্য যাত্রীদের সঙ্গে ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার সুমিত সরকার, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম-সহ অন্যান্য আধিকারিকরা।
এ দিন প্রিন্সেপ ঘাট স্টেশনে একটি ছবি প্রদর্শনীর আয়োজন করেছিল রেল। কর্মজীবনে চক্ররেলে যারা কাজ করেছিলেন সেই সমস্ত প্রাক্তন রেলকর্মীদের এ দিন সম্বর্ধনা দেওয়া হয়।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪