
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টেলিভিশনের পর্দায় খবরটা দেখামাত্রই আনন্দে ফেটে পড়লেন বীরভূমের তৃণমূল নেতা-কর্মীরা। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে ইডির করা মামলায় জামিন পেয়েছেন কেষ্ট বা অনুব্রত মণ্ডল। এর আগে সিবিআইয়ের করা গরু পাচার মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। ফলে পুজোর আগেই জেলমুক্তি ঘটতে চলেছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতার। দ্রুত নিয়ে আসা হল মিষ্টি। হাতে হাতে যা উঠে গেল মুখে।
জামিনের সিদ্ধান্ত নিয়ে কী বলছেন তৃণমূল নেতারা? রাজ্যের মন্ত্রী ও বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহা বলেন, 'আজ থেকেই পুজো শুরু হয়ে গেল বীরভূমে। আপামর তৃণমূল কর্মীরা খুশি।' তবে কী বীরভূমে পা দেওয়ার পর অনুব্রতকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হবে? মন্ত্রীর কথায়, 'সেটা ক্রমশ প্রকাশ্য।'
উচ্ছসিত সকলেই কিন্তু এই উচ্ছাস যাতে কোনোভাবেই অন্যের অসুবিধার কারণ না হয়ে দাঁড়ায় সেকথা কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন সিউড়ির বিধায়ক ও বীরভূম তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তাঁর কথায়, 'কেষ্টদা আমাদের নেতা ছিলেন এবং থাকবেন। ফিরে এসে তিনিই আবার জেলায় দলের দায়িত্ব নেবেন। দলের প্রয়োজনে এই বীরভূমের পাথুরে মাটিকে উর্বর করেছেন তিনিই। তবে আমরা সকল নেতা-কর্মীদের বলে দিয়েছি উচ্ছাস যেন অন্যের অসুবিধার কারণ না হয়ে দাঁড়ায়।'
জেলা রাজনীতিতে একসময় অনুব্রতর 'বিরোধী' বলে পরিচিত ছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখ। শুক্রবার অনুব্রতর জামিন মঞ্জুরের খবর শুনে তিনি বলেন, 'আমরা খুব খুশি। তিনি আমাদের আগেও নেতা ছিলেন এখনও নেতা আছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন বলেছিলেন তাঁকে বীরের মতো বরণ করতে আমাদেরও তাই ইচ্ছা আছে। তবে এক্ষেত্রে রাজ্য নেতৃত্ব যেমন নির্দেশ দেবেন সেরকমই হবে।'
যদিও বীরভূমের বিজেপির কন্ঠে শোনা গিয়েছে অনুব্রতকে 'সতর্ক' করার সুর। অনুব্রতর বলা 'চড়াম চড়াম' ও 'গুড় বাতাসা'র উদাহরণ তুলে জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'তিনি চড়াম চড়াম শুনে এসেছেন এবং গুড় বাতাসাও খেয়ে এসেছেন। আশা করছি তাঁর এগুলো সব মনে থাকবে।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী