
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত বিস্তীর্ণ এলাকা প্লাবিত। মঙ্গলবার দুপুরে সোনাভাড়ুই গ্রামে কুঁয়ে নদীর জমা জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার নাম দিশা বাগদি (৯)। তার বাড়ি সোনাভাড়ুই গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত এলাকার পরিস্থিতি দেখার জন্য বাদশাহী সড়কের উপর হাজির ছিলেন বড়ঞা বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা । সেই সময় তাঁরা খবর পান গ্রামের একজন নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।
এরপরই প্রশাসনের নির্দেশ তড়িঘড়ি গ্রামবাসী এবং অন্যান্যরা ওই নাবালিকাকে খোঁজার জন্য ঝাঁপিয়ে পড়েন ।এর কিছুক্ষণ পরই বন্যার জমা জল থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ ।প্রশাসনিক কর্তাদের অনুমান ওই নাবালিকা জমা জলের পাশে দাঁড়িয়ে খেলা করছিলে। সেই সময় কোনও ভাবে পা পিছলে পড়ে গিয়ে জলে ডুবে তার মৃত্যু হয়েছে ।
যদিও অনেকে মনে করছেন, ত্রাণ শিবিরে যাওয়ার সময় জলে ডুবে মৃত্যু হয়েছে ওই নাবালিকার । গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক অব্যবস্থার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে ।প্রশাসনের পক্ষ থেকে ওই ত্রান শিবিরে যাওয়ার জন্য কোনও নৌকার ব্যবস্থা করা হয়নি। ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়ায় ওই গ্রামে । ঘটনাস্থল পরিদর্শনে বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
বড়ঞার বিডিও গোবিন্দ দাস যদিও জানিয়েছেন "গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে বীরভূম থেকে আসা কুঁয়ে নদীর জলে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম সহ বড়ঞা ব্লকের আরোও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে ।আমরা সবাই বাদশাহী সড়কে দাঁড়িয়ে কোথায় কিভাবে ত্রাণ এবং নৌকা পৌঁছে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছিলাম। সেই সময় আমরা খবর পাই গ্রামের মধ্যে একটি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃত ঐ শিশুর পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।"
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী