
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। মা আসছেন মর্ত্যলোকে। বোধনের বাজনা বাজলেই দুর্গাপুজোয় মেতে উঠবে সাধারণ মানুষ। সেই পুজোকে কেন্দ্র করেই আপাতত মণ্ডপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। দিনরাত এক করে মণ্ডপ শিল্পীরা তাঁদের ভাবনা ফুটিয়ে তুলছেন মণ্ডপের কারুকার্যে। চূড়ান্ত প্রস্তুতি চলছে বরানগর পুরসভার ২২নং ওয়ার্ডের নেতাজি কলোনির নেতাজি লোল্যান্ডের মণ্ডপেও।
এবছর ৩৫ বছরে পা দিল এই পুজো। এবার নেতাজি লোল্যান্ডের থিম ‘উত্তরে দক্ষিণ’। দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। নেতাজি লোল্যান্ড উত্তরে আর সেই পুজোর মণ্ডপ হচ্ছে দক্ষিণী মন্দিরের আদলে। স্বাভাবিকভাবেই মণ্ডপে থিম ভাবনা সার্থক রূপ ফুটিয়ে তুলছেন শিল্পী। প্রতিবছরের মতো এই বছরও নেতাজি লোল্যান্ডের পুজো নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা থাকবে, এমনটাই মনে করছেন পুজো উদ্যোক্তারা।
চলতি বছরে পুজোর বাজেট ০৪ লক্ষ টাকা। বরাহনগের দক্ষিণ ভারতীয় শৈলী ফুটিয়ে তুলতে প্রায় আড়াই মাস ধরে নিরলস পরিশ্রম করছেন ১০০জন কর্মী। তারই ফলস্বরূপ নেতাজি লোল্যান্ডে ধীরে ধীরে গড়ে উঠছে দক্ষিণ ভারতের এক মন্দির। শুধু যে পুজোর মণ্ডপই দক্ষিণ ভারতের মন্দিরের আদলে গড়ে উঠছে তাই নয়। প্রতিমার সাজসজ্জায় থাকবে দক্ষিনী শিল্প এবং সংস্কৃতির ছোঁয়া। অতএব নেতাজি লোল্যান্ডের পুজো মণ্ডপে পা রাখলেই মুহূর্তে যে আপনি পৌঁছে যাবেন সুদূর দক্ষিণ ভারতে, তা আর বলার অপেক্ষা রাখে না।
চলতি বছরেও পুজো প্যান্ডেলে ভিড় উপচে পড়বে বলে মনে করছেন পুজোর আয়োজকরা। সেই অনুযায়ী, পুজোর কটাদিন নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ নজর দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে একাধিক সমাজ কল্যাণমূলক কাজ করার প্রস্তুতিও নিচ্ছে পুজো কমিটির সদস্যরা। বিগত বছরগুলিতেও থিম ভাবনায় অভিনবত্ব এনে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে নেতাজি লোল্যান্ডের পুজো। ধীরে ধীরে কলকাতার অন্যতম পুজোগুলির তালিকায় জায়গা করেছে এই পুজো। এবার এই বছরও দক্ষিণের মন্দির নির্মাণ করে নেতাজি লোল্যান্ডের পুজো সাধারণের নজর কাড়তে পারবে বলেই বিশ্বাসী পুজোর আয়োজকরা।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪