
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা বউবাজার। বউবাজারের নাম তো শুনেছেন। কিন্ত বউ কেনা-বেচা বা ভাড়া দেওয়া হয় এমন বাজারের কথা শুনেছেন কি? অবাক হলেও বউ অর্থাৎ নারী কেনা-বেচা সহ ভাড়া দেওয়া হয়, এমন বাজারের অস্তিত্ব এই একবিংশ শতাব্দীতেও আছে। এবং তা রয়েছে এই দেশেই।
মধ্যপ্রদেশের শিবপুরী গ্রাম। জানা যায়, এখানে প্রচলিত রীতি অনুযায়ী, স্ত্রী ভাড়া নেওয়াটা নাকি প্রথা। এখানে নারীকে পণ্যের সমতুল্য করে ‘কেনা’ এবং ‘বিক্রি’ করা হয়। বর্তমানে নারী নিরাপত্তা, নারী স্বাধীনতা এবং নারীর ক্ষমতায়ণ নিয়ে রাজ্য দেশ সহ সারা বিশ্বের তোলপাড় চলছে। সেইসময় দাঁড়িয়েও এই ঘৃণ্য প্রথা নিয়ে কোনও তাপ-উত্তাপ-অনুতাপ কিছুই নেই শিবপুরী গ্রামের বাসিন্দাদের। কারণ এই নিন্দনীয় রেওয়াজ তথা দাধিচা প্রথা তাদের সমাজে দীর্ঘদিনের। তাই তা নিয়ে আলাদা করে মাথাব্যাথা তাদের নেই।
সূত্রের খবর, এই প্রথা অনুযায়ী এই গ্রামে দরিদ্র পরিবারের মহিলাদের রীতিমতো খোলা বাজারে নিলামে তোলা হয়। নারী ভাড়া নিতে দূরদূরান্ত থেকে সেই বাজারে আসেন আর্থিকভাবে সচ্ছল পুরুষরা। বাজার থেকে পছন্দমতো নারীদের চড়া দামে ভাড়া নেওয়া হয়। ১০ টাকার স্ট্যাম্প পেপারে করা হয় চুক্তিও। এক বছর বা তার বেশি সময়ের চুক্তি মোতাবেক নারী ভাড়া করে বাড়ি নিয়ে যান পুরুষরা। ইচ্ছা হলে চুক্তি নবীকরণও করতে পারেন ক্রেতা। আবার আসক্তি মিটে গেলে নতুন চুক্তি করে ঘরে নতুন স্ত্রী নিয়ে আসার স্বাধীনতাও রয়েছে পুরুষদের।
জানা গিয়েছে, কমপক্ষে ১৫ হাজার টাকা থেকে শুরু হয় নারীর দাম। নারী ভাড়া নেওয়া বা কেনার দাম ছাড়িয়ে যায় লক্ষ টাকার গণ্ডিও। সূত্রের খবর, সবথেকে বেশি দামে বিক্রি করা হয় কুমারী নারীদের। বর্তমানে প্রশাসন থেকে শিল্পী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট সমাজের সর্বস্তরের কর্মক্ষেত্রে মহিলাদের অবাধ বিচরণ। মহিলারা আত্মনির্ভর।
সেখানে মধ্যপ্রদেশের শিবপুরী গ্রামে বিনা বাধায় রমরম করে চলছে এই কদর্য দাধিচা প্রথা। ধনী পুরুষদের আর্থিক ক্ষমতা রয়েছে বলেই তারা নারী ভাড়া করছেন। তাই এই নিন্দনীয় প্রথা নিয়ে কিছুই বলার নেই সমাজের। সবকিছু দেখেশুনেও গোটা বিষয়টি থেকে গা বাঁচিয়ে চলাটাই শ্রেয় বলে মেনে নিয়েছে প্রশাসন। তাই এই দাধিচা প্রথায় দিনের পর দিন বলি হচ্ছেন শিবপুরীর গরিব মহিলারা!
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও