সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | আইএসএলের আগে জাঁকজমক অনুষ্ঠানে মহমেডানের জার্সি উন্মোচন, অভিষেক বছরই চমকের প্রতিজ্ঞা

Sampurna Chakraborty | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৪ : ৫৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: প্রথমবার আইএসএলে কলকাতার তিন প্রধান। সোমবার ঘরের মাঠে দেশের সেরা ফুটবল লিগে অভিযান শুরু হবে মহমেডান স্পোর্টিং‌য়ের। তার আগে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে মহমেডানের জার্সি উন্মোচন করা হল। বৃহস্পতিবার রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে আইএসএল দলের আত্মপ্রকাশ ঘটল। এক ছাদের তলায় তারকার সমাহার। যেন চাঁদের হাট। অধিনায়ক সামাদ আলি মল্লিক থেকে শুরু করে দলের বিদেশিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন মহমেডানের সভাপতি আমিরুদ্দিন ববি, সহ সভাপতি কামারুদ্দিন‌ সহ ক্লাবের অন্যান্য কর্তারা। ছিলেন মহমেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি এবং সংস্থার চেয়ারম্যান তমাল ঘোষাল। অনুষ্ঠানের মঞ্চেই রাহুল টোডির জন্মদিনের কেক কাটা হয়। প্লেয়ারদের সই করা জার্সি তাঁকে উপহার দেওয়া হয়। প্রথম বছরেই মহমেডানকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। রাহুল টোডি বলেন, 'বিশ্বের বিভিন্ন প্রান্তে মহমেডানের সমর্থকরা আছে। আমরা অনেক কষ্ট করে আইএসএলে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছি। আমরা এই জায়গা থেকে দলকে এগিয়ে নিয়ে যাব।' আমিরুদ্দিন ববি বলেন, 'বাঙ্কারহিলকে নিয়ে আমরা আইএসএলে উঠেছি। এই জায়গায় পৌঁছতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এবার আমরা সঙ্গে শ্রাচি গ্রুপকে পেয়েছি। আইএসএলে ভাল দল করার চেষ্টা করেছি। ভাল রেজাল্টের বিষয়ে আশাবাদী।' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সৃঞ্জয় বসু প্রমুখ। কিন্তু ব্যক্তিগত কারণে দিল্লিতে থাকায় অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং। 

আইএসএলে সমর্থকদের মাঠ ভরানোর অনুরোধ জানান কোচ আন্দ্রে চের্নিশভ। জানান, এই পর্যায়ে সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে ভাল ফুটবল উপহার দিতে চান। চের্নিশভ বলেন, 'আইএসএলের মান আই লিগের থেকে অনেকটাই বেশি। সেরা ভারতীয় এবং বিদেশিরা খেলে। রেজাল্টি কী হবে কেউ জানে না, তবে আমরা ভাল ফুটবল খেলার চেষ্টা করব। প্রথম ম্যাচ আমাদের কাছে স্পেশাল। আমি চাই প্রত্যেক ম্যাচেই সমর্থকরা মাঠে আসুক। জানি সাপোর্টাররা ইতিবাচক রেজাল্ট চায়। আমরাও প্রত্যেক ম্যাচ জিততে চাই। কিন্তু সেটা হয়তো সম্ভব নয়। তবে আমরা লড়াই করব। ভাল ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম বছরই চমক দিতে চাই।' এদিন ঢাকঢোল বাজিয়ে এক গমগমে অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচনের অনুষ্ঠানের সূচনা হয়। আইএসএলের গোটা দলকে মঞ্চে ডেকে নেওয়া হয়। রিজার্ভ দলের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে আইএসএলে খেলছে মোহনবাগান, ইস্টবেঙ্গল। কিন্তু দেশের সেরা লিগে কোনওদিন এইভাবে কলকাতার দুই প্রধানের আত্মপ্রকাশ ঘটেনি। 

 


Mohammedan SportingJersey UnveilShrachi SportsIndian Super League

নানান খবর

নানান খবর

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

সোশ্যাল মিডিয়া