
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: সামান্য কথা কাটাকাটি হলেই পুলিশ ডেকে বসেন প্রধান শিক্ষিকা। এই অভিযোগে প্ল্যাকার্ড হাতে স্কুলে বিক্ষোভ সহ শিক্ষিকাদের। বিক্ষোভে সামিল হয় স্কুল পড়ুয়ারাও। প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে চলে শ্লোগান। লাটে ওঠে পঠনপাঠন। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের রমেশ চন্দ্র গার্লস হাইস্কুলে।
মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়ে স্কুল শিক্ষিকারা। প্রধান শিক্ষিকার অবশ্য অভিযাগ, তাঁকে হেনস্তা করা হয়েছে। স্কুলের ভেতরে পড়ুয়াদের নিয়ে এভাবে বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক মহল। এদিন হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় শিক্ষিকাদের। কারও হাতে লেখা, 'স্কুলটাকে বাঁচাতে চাই', কারও হাতে 'কর্মক্ষেত্রে সুরক্ষা চাই' আবার কারও হাতে 'অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়'।
এই প্রসঙ্গে শ্রীরামপুরের রমেশ চন্দ্র গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরার অভিযোগ, স্কুলের কম্পিউটার অপারেটর তাঁর কাজে লাগাতার ভুল করেন। তাঁকে কিছু বলতে গেলে অশিক্ষক কর্মচারীরা এবং স্কুলের সহ শিক্ষিকাদের একাংশ তাঁর বিরুদ্ধে কথা বলে। সোমবার এ নিয়ে একটি মিটিং ছিল স্কুলে। স্কুলের ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় তাঁকে সেই মিটিংয়ে হেনস্তা করেন সকলের সামনে। তারপরেই পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভ। স্কুলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় স্কুলের কর্মচারী এবং শিক্ষিকা সকলেই। বিক্ষোভে যোগ দেয় ছাত্রীরাও। পঠন পাঠন বন্ধ হয়ে যায়। চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে আবারও স্কুলে পুলিশ আসে। অন্যদিকে খবর পেয়ে অভিভাবকরাও স্কুলে জড়ো হন।
বিক্ষোভকারী শিক্ষিকাদের সঙ্গে তাদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষিকা এবং সহশিক্ষিকাদের এই দ্বন্দ্বের ফলে স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষিকার অভিযোগ, স্কুলে নানারকম দুর্নীতি হয়। মিড ডে মিলের হিসাব মেলানো যায় না। এছাড়াও নানা রকম অন্যায় কাজ হয়। সেগুলো নিয়ে বললেই তিনি খারাপ হয়ে যান। স্কুলে যাতে ভালো পঠন-পাঠন হয়, ভালো রেজাল্ট হয়, তিনি সর্বদাই সেই চেষ্টা করেন।
স্কুলের সহ শিক্ষিকা নবনীতা দাসের অভিযোগ, সামান্য কিছু হলেই প্রধান শিক্ষিকা পুলিশ ডাকেন স্কুলে। এই অবস্থার মধ্যে স্কুলে কোনওভাবেই পড়ানো যায় না। ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, যখন তখন শ্লীলতাহানির অভিযোগ করে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেন প্রধান শিক্ষিকা। যে দুর্নীতির অভিযোগ উনি করছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা। শুধু অভিযোগ করলে হবে না উনি প্রমাণ করুন। ওদিকে স্কুলের গেটের বাইরে আন্দোলনকারী শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের অভিযোগ, এভাবে স্কুলের ভেতর পড়ুয়াদের আটকে বিক্ষোভ দেখানো কখনওই উচিত নয়। যদি শিক্ষিকাদের বিক্ষোভ করতেই হয় তাহলে স্কুল শুরুর আগে করুন। তাদের দাবি, স্কুল চলবে স্কুলের মতো। কোনও বিক্ষোভ আন্দোলন স্কুলের ভেতর স্কুল টাইমে চলবে না।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী