
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রযুক্তিগত দিক থেকে শীর্ষস্থানে চন্দননগর কমিশনারেট। অর্জন করল জাতীয় পুরস্কার। সেরা থানার পর এবার জাতীয় পুরস্কার চন্দননগর পুলিশের। গত ৩ এবং ৪ সেপ্টেম্বর মুম্বইতে অনুষ্ঠিত ই–গভর্নেন্সের ২৭ তম জাতীয় সম্মেলনে চন্দননগর পুলিশ কমিশনারেটকে ‘শীর্ষ প্রযুক্তিগত সমাধানগুলির প্রতিলিপি’ বিভাগে ই–গভর্নেন্স, ২০২৪ (স্বর্ণ)–তে জাতীয় পুরস্কার প্রদান করা হয়। পুলিশ স্টেশন ইনভেন্টরি অর্থাৎ ই–মালখানার যাবতীয় সম্পত্তি রেজিস্টার ডিজিটাইজ করা। বারকোড ব্যবহার করার উদ্যোগে ভারত সরকারের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ দ্বারা উদ্যোগ এবং স্কেলিং অ্যাপ। মামলার সম্পত্তির পদ্ধতিগত ব্যবস্থাপনার জন্য প্রকল্পটি চন্দননগর পুলিশ কমিশনারেটের সাতটি থানাতেই খুব ভালভাবেই বাস্তবায়িত হয়েছে।
একটা সময় ছিল বাজেয়াপ্ত সামগ্রী মালখানায় পরে নষ্ট হত। পুরনো অনেক কিছুর খোঁজ মিলত না। এই বার কোডিং সিস্টেমের ফলে কেস নম্বর দিয়ে বার কোড স্ক্যান করলে কোন জিনিস আছে, কোথায় আছে তা সহজেই জানা যাবে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও মামলায় কিছু না কিছু জিনিস পুলিশ দ্বারা বাজেয়াপ্ত হয়। আগ্নেয়াস্ত্র থেকে দামি জিনিস এমনকি মাদক (গাঁজা) সবই তোলা থাকে মালখানায়। মামলার প্রয়োজনে অনেক সময় সেই বাজেয়াপ্ত জিনিসপত্র আদালতে দেখাতে হয়। তাই বাজেয়াপ্ত জিনিস হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেই দায় পুলিশের উপর বর্তায়। পুলিশকে জবাবদিহি করতে হয়। ডিজিটাইজ করার পর থেকে তা আর হবে না। কারণ যেকোনও বাজেয়াপ্ত জিনিস ভাল করে প্যাক করে তার উপর বার কোড লাগানো হয়। তার পর সেটাকে যত্ন করে মালখানায় রেখে দেওয়া হয়। কারণ পরে প্রয়োজনে যাতে সহজেই তার হদিশ পাওয়া যায়। এই ব্যবস্থা গোটা দেশের সব থানার ক্ষেত্রে লাগু হয়ে থাকলেও কার্যত তা হয়নি। দেশের মধ্যে একমাত্র চন্দননগর কমিশনারেট সেই ব্যাবস্থা যথাযথভাবে বলবৎ করতে সক্ষম হয়েছে। যা দেশের অন্য কোনও থানা করে উঠতে পারেনি। তাই প্রথম পুরস্কার অর্জন করেছে চন্দননগর কমিশনারেট। এই প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেছেন, দু’জন পুলিশ অফিসার এই ডিজিটালাইজ মালখানা তৈরি করতে সাহায্য করেছেন। গত ফেরুয়ারি মাসে দিল্লি থেকে স্বরাষ্ট্র দপ্তরের একটি টিম এসেছিল। তাঁরা গোটা প্রক্রিয়া খতিয়ে দেখে গেছেন। তার পরেও আবার দিল্লিতে গিয়েও ডেমনস্ট্রেশন দিতে হয়েছে। মুম্বইয়ে অনুষ্ঠিত সম্মেলনে চন্দননগরে পুলিশের তরফে পুরস্কার গ্রহণ করেন এসিপি শুভতোষ বিশ্বাস। গত বছর দেশের সেরা তিন থানার মধ্যে একটি হয়েছিল শ্রীরামপুর থানা। এবার এল ই–গভর্নেন্সে স্বর্ণপদক। সকল পুলিশ কর্মী যারা মালখানাকে ডিজিটাইজ করার ক্ষেত্রে সাহায্য করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কারিগরি কর্মীদের অভিনন্দন জানিয়েছেন পুলিশ কমিশনার।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী