
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ৩৫০ জন মেধাবী পড়ুয়াদের সম্মান জানাল টেকনো ইন্ডিয়া গ্রুপ। শিলিগুড়িতে অনুষ্ঠিত হল টেকনো ইন্ডিয়া গ্রুপের ‘উত্তরবঙ্গ মেধারত্ন উৎসব ২০২৪’। দীনবন্ধু মঞ্চে এই উৎসবের আয়োজন করা হয়। ১০তম বর্ষে ২০২৩ এবং ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিকে শীর্ষ স্থানাধিকারীদের সংবর্ধনা জানানো হয়।
উত্তরবঙ্গে বিভিন্ন স্কুল থেকে আসা কৃতী ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক, স্মারকের পাশাপাশি ডায়েরি উপহার দিয়ে সম্মান জানানো হয়। একইসঙ্গে সম্মানিত করা হয় তাদের অভিভাবকদেরও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, টেকনো ইন্ডিয়া গ্রুপ চিফ অ্যাকাডেমিক অফিসার তথা স্কুল অফ বিজনেস্র ডিন ড. দেবাশিস চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়, টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের ডিরেক্টর মীরা ভট্টাচার্য, ক্যাম্পাস এনরিচমেন্ট অ্যান্ড কমিউনিটি রিলেসনস (স্কুল)–এর ডিরেক্টর ড. জানকি মুখার্জি, টিআইজিপিএস–এর এগজিকিউটিভ অ্যাকাডেমিক ডিরেক্টর সি কে পালিত, প্রদীপ্ত চ্যাটার্জি (দক্ষিণবঙ্গ), নন্দিনী দাশগুপ্ত (উত্তরবঙ্গ), সহকারি ডিরেক্টর ডিরেক্টর সন্দীপ দাস (স্কুল)–সহ বহু বিশিষ্টরা।
একইমঞ্চে কৃতীদের পাশাপাশি সম্মান জানানো হয় ক্রিকেট খেলোয়ার মুন্না সরকার, মহিলা ক্যারাম খেলোয়ার পাপিয়া বিশ্বাস, দাবাড়ু সৌম্যক ধারোয়াকে। সেইসঙ্গে তাইকুন্ডোর শ্রেয়া বসাককেও সম্মান জানানো হয় টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে। ১০ বছর আগে টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগ এবং নর্থ বেঙ্গল ভিশন–এর সহযোগিতায় এই মেধারত্ন উৎসবের যাত্রা শুরু হয়েছিল। শুরুটা ছোট পরিসরে হলেও বর্তমানে এই মেধারত্ন উৎসব বৃহৎ মহীরুহতে পরিণত হয়েছে বলে জানান নর্থবেঙ্গল ভিশনের আহ্বায়ক সরোজ চক্রবর্তী।
শিলিগুড়ির মেয়র সকলকে উৎসাহ দিয়ে বলেন, বরাবর আমি এই উৎসবে আমন্ত্রিত থাকি। খুব ভালো লাগে এই অনুষ্ঠানে থাকতে পেরে। এভাবে মেধাবীদের সম্মান জানিয়ে উত্তরবঙ্গে এক অনন্য নজির গড়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। উৎসবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা, জলপাইগুড়ি–সহ টেকনো ইন্ডিয়া গ্রুপের বিভিন্ন স্কুলের পড়ুয়াদেও সম্মানীত করা হয়।
চলতি বছরে অভিনব ভাবনাচিন্তায় পরিকল্পনা করা হয়েছিল গোটা অনুষ্ঠান। প্রতিটি পর্যায়ে ছিল স্কুলের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক–নৃত্যের মাধ্যমে পড়ুয়ারা তুলে ধরেছিল সমাজের বাস্তব পরিস্থিতি এবং শিক্ষার মূল্যবোধকে। টেকনো ইন্ডিয়া গ্রুপের সমস্ত স্কুলের পড়ুয়াদের পাশাপাশি উত্তরবঙ্গে এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের আধিকারিকরাও এই অনুষ্ঠানকে সমানভাবে উপভোগ করেছেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী