
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মেলেনি অ্যাম্বুল্যান্স। পয়সার অভাবে শববাহী গাড়ির ব্যবস্থাও করতে পারেননি বাবা-মা। তাঁদের সাহায্য করতে কেউ এগিয়েও আসেনি। তাই দুই সন্তানের নিথর দেহ কাঁধে নিয়েই হাসপাতাল থেকে বাড়ির পথে হাঁটছেন বাবা-মা। মহারাষ্ট্রের গাদচিরোলিতে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশ।
জানা গিয়েছে, দুই পুত্র সন্তানের দেহ কাঁধে নিয়ে ১৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাড়ি ফেরেন ওই দম্পতি। গোটা ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। দশ বছরের কম বয়সের ওই দুই নাবালক বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। জ্বরে ভুগছিল ওই অজ্ঞাতপরিচয় দম্পতির দুই সন্তান। সামর্থ্য না থাকায় সময়মতো সুচিকিৎসার বন্দোবস্ত করতে পারেনি বাবা-মা। দুই নাবালকেরই অবস্থার অবনতি হয়। এবং এক ঘণ্টার মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়ে দুই শিশুই।
এরপর মৃত সন্তানদের গাদচিরোলির গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেননি অক্ষম বাবা-মা। তাঁরা পায়নি শববাহী গাড়িও। অগত্যা মৃত সন্তানদের কাঁধে নিয়ে বনের বৃষ্টিভেজা কাদামাখা পথ পায় হেঁটেই বাড়ি ফিরতে বাধ্য হন ওই দম্পতি। বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে এই মর্মান্তিক দৃশ্য।
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসকদলকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। শাসকদলকে কাঠগড়ায় তুলে কংগ্রেস নেতার বক্তব্য, প্রতিদিনই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের উন্নয়ন কীভাবে হতে পারে সেই বক্তব্য রাখেন শিন্ডে সরকারের প্রতিনিধিরা। রাজ্যের উন্নয়নে পরিকল্পনা প্রকাশ করেন মহায়ুতি জোটসঙ্গীরাও। তাঁদের একবার বাস্তবে মাটিতে নেমে খতিয়ে দেখা উচিত যে গাদচিরোলির মানুষরা কীভাবে জীনযাপন করছেন এবং মৃত্যু মুখোমুখি হচ্ছেন।
বিগতদিনেও বিজেপি শাসিত মহারাষ্ট্রে মর্মান্তিক কিছু ঘটনা খবরের শিরোনামে এসেছে। সেইরকমই একটি ঘটনা উদাহরণ হিসেবে সামনে এনেছেন বিরোধী দলনেতা। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সময়মতো অ্যাম্বুলেন্স না আসায় বাড়িতেই মৃত সন্তান প্রসব করেন এক আদিবাসী মহিলা। দুটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের অপর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীও দলনেতা।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের