
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্কুলের হস্টেলে সিনেমা দেখাকে কেন্দ্র করে বিবাদের জেরে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ওই স্কুলেরই একাদশ শ্রেণীর কিছু ছাত্রের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর পাবলিক স্কুলে। আহত ছাত্র বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় ছ'টি সেলাই পড়েছে। মাথায় গুরুতর আঘাত থাকায় তার এমআরআই করতে হবে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'আহত ওই ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে রঘুনাথগঞ্জ থানাতে একটি এফআইআর রুজু করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।'
আহত ওই ছাত্রের দাদা রেজাউল করিম বলেন,'আমার ভাই রঘুনাথগঞ্জ আর ওমরপুর পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে ওই স্কুলেরই 'বয়েজ হোস্টেলে' থাকে। হস্টেলের নিয়ম অনুযায়ী সপ্তাহান্তে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদেরকে একটি করে সিনেমা দেখানো হয়। গতকাল দ্বাদশ শ্রেণীর ছাত্রদের যখন সিনেমা দেখানো হচ্ছিল সেই সময় হঠাৎই একাদশ শ্রেণীর কিছু ছাত্র এসে সিনেমা দেখার দাবি করতে থাকে। কিন্তু ঘরে জায়গা কম থাকায় দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তাদের ওই ঘর থেকে বেরিয়ে যেতে বলে। সিনেমা দেখা শেষে আমার ভাই এবং আরও কয়েকজন দ্বাদশ শ্রেণীর ছাত্র যখন হোস্টেলের ডাইনিং রুমে বসে খাচ্ছিল সেই সময় হঠাৎই একাদশ শ্রেণির কিছু ছাত্র এসে আমার ভাইকে বেধড়ক মারধর শুরু করে।'
রেজাউল অভিযোগ করেন,'এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কেউ আমাদেরকে কিছু জানায়নি। আজ সকালে 'স্কুল ম্যানেজমেন্ট' থেকে কয়েকজন এসে আমাদেরকে লিখিত অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন।'
গোটা বিষয়টি নিয়ে স্কুলের সম্পাদক জামিরুল হককে ফোন করা হলে তিনি বলেন, 'স্কুলের ছাত্ররা নিজেদের মধ্যে মারামারি করেছিল। আমরা পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছি। তারা কোনও অভিযোগ করছেন না।'
যদিও আহত ওই ছাত্রের দাদা রেজাউল বলেন,'ইতিমধ্যেই আমরা রঘুনাথগঞ্জ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা সেই অভিযোগ তুলছি না। আমরা দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও