
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারের পর শনিবারও গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত থাকল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকে। শুক্রবার চাচন্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর চাচন্ড গ্রামে গঙ্গা নদীর ভাঙনে নদী গর্ভে তলিয়ে যায় একটি বাঁশ ঝাড় সহ কয়েকশো মিটার চাষের জমি এবং বাগান। ওই গ্রামে নদী ভাঙনের কবলে পড়ে গৃহহীন হওয়ার অপেক্ষায় দিন গুনছে বেশ কিছু পরিবার।
উত্তর চাচন্ড গ্রামে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হওয়ার আগেই শনিবার সকাল থেকে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রামে শুরু হয়েছে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন। আজ সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই ভাঙনে দুপুর দু'টোর মধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে কমপক্ষে পাঁচটি বাড়ির সহ প্রায় ১০০ মিটারের বেশি চাষের জমি এবং বাগান। গঙ্গা নদীর ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কাতে ইতিমধ্যেই ওই গ্রামে বাড়িঘর ভেঙে নিরাপদ স্থানে সরে যাওয়ার শুরু করেছে বেশ কিছু পরিবার।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং ফরাক্কার ব্লকে গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যে প্রতাপগঞ্জ, ধানঘড়া, শিবপুর, চাচন্ড সহ একাধিক এলাকায় গঙ্গা নদীর ভাঙনে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। রাজ্য সরকার প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সামশেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের কাজ শুরু করলেও বর্ষা এসে যাওয়াতে সেই কাজ এই মুহূর্তে এক প্রকার বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- গঙ্গা নদীর 'আপ স্ট্রিম'এ বেশ কিছু এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত বেশি হওয়াতে গঙ্গা নদী এই মুহূর্তে সামশেরগঞ্জ ব্লকে বিপদ সীমার কাছাকাছি দিয়ে বইছে। তার ফলে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত প্রায় ১৫ দিন আগে লোহরপুর গ্রামে একপ্রস্ত নদী ভাঙন হওয়ার পর কিছুদিন সেখানে ভাঙন বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ফের একবার নতুন করে ভাঙন শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
রেক্সোনা বিবি নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, 'আজ সকালে কেউ কিছু বোঝার আগেই পাঁচটি বাড়ি পরপর নদী গর্ভে তলিয়ে গেছে। এই গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার আমাদের জায়গা নেই। ঘরের সমস্ত জিনিসপত্র নদীগর্ভে তলিয়ে গেছে। কী খাব, কোথায় যাব কিছুই জানি না। প্রশাসনের তরফ থেকে এখনও কোনও সহায়তা মেলেনি।'
পঞ্চায়েত প্রধান বলেন, 'আপাতত পাঁচটি বাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। তবে যে দ্রুততার সাথে নদী জনবসতির দিকে এগিয়ে আসছে তাতে আরও কিছু বাড়িঘর , চাষের জমি এবং বাগান নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছি। ভাঙন ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে বাঁশের বেড়া তৈরি করে এবং বাঁশ ফেলে তা প্রতিরোধ করার চেষ্টা চলছে।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী