
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আলু ও সবজির লাগামছাড়া দাম বৃদ্ধি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তৎপর রাজ্য সরকার। রাজ্যের কোনও বাজারে যাতে সবজি বা আলুর অতিরিক্ত দাম না নেওয়া হয়। সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। শুক্রবারও সবজি ও আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের বিভিন্ন বাজার ঘুরে দেখলেন রাজ্যের টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
বিগত দিনে দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশের পরেই প্রায় প্রতিদিনই বিভিন্ন বাজারে বাজারে ঘুরে সবজি বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছেন টাস্কফোর্সের সদস্যরা। অতিরিক্ত দাম নিলে আইনি ব্যবস্থার মুখে পড়তে হতে পারে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেছেন রবীন্দ্রনাথ কোলে। দাম নিয়ন্ত্রণে রাখতে সেই অভিযান বর্তমানেও অব্যাহত রেখেছে রাজ্য প্রশাসন।
শুক্রবার হাওড়ার কালীবাবুর বাজার সহ অন্য বাজারে যৌথ অভিযান চালায় টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে সহ অন্যান্য আধিকারিকরা। যাচাই করে দেখেন সবজি বা আলুর পাইকারি দরের সঙ্গে খুচরো বিক্রেতাদের ধার্য দামের তফাৎটা। কোনও কোনও দোকানে দ্রব্য বিক্রির দামে গরমিল চোখে পড়তেই সেই ব্যবসায়ীদের সতর্ক করেছে টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
টাস্কফোর্সের মেম্বার রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই এই বাজারে সবজি বা আলুর অনিয়ন্ত্রিত দাম নিয়ে অভিযোগ আসছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান। আলুর পাইকারি দর যেখানে ২৭ টাকা প্রতি কেজি। সেখানে খুচরো বাজারে আলু বিক্রি করতে হবে ৩০ টাকায়। পাইকারি বাজারের দরের সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্যবসা করতে হবে খুচরো বিক্রেতাদের।
অতিরিক্ত দাম নিয়ে সাধারণ মানুষকে অসুবিধায় ফেললে তা বরদাস্ত করা হবে না। নিয়ম না মানলে অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাজারে কাচা আনাজের দাম কমেছে বলেও টাস্কফোর্সের এই সদস্য। তবে রসুনের দাম যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তাও মেনে নিয়েছেন রবীন্দ্রনাথবাবু।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও