
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েব ডেস্ক: নতুন বাড়ি সুন্দরভাবে সাজাতে কে না চায়! শোওয়ার ঘর, বারান্দা, ড্রয়িং রুম, ডাইনিংয়ের চাহিদা মিটিয়ে বাথরুমের জন্য জায়গা থাকে সামান্যই। তাই ছোট বাথরুমকে বড় দেখানোর চ্যালেঞ্জের মুখে পড়েন কমবেশি অনেকেই। আর শৌচাগারের অন্দরসজ্জার ভাবনাও মাথায় আসে সব ঘর সাজানোর পর। তবে ছোট বাথরুমকেও কিন্তু আপনি অনায়াসে বড় দেথাতে পারেন। কীভাবে? সেখানেই তো চমক। অন্দরসজ্জা শিল্পীদের মতে, বাড়ির অন্যান্য অংশের মতো শৌচাগারের অন্দরসজ্জাও গৃহস্থের রুচির পরিচয় বহন করে। তাহলে ছোট বাথরুমকে কীভাবে বড় দেখাবেন? কীভাবেই বা শৌচাগারের অন্দরসজ্জা করবেন? রইল সেই সব উপায়-
টাইলসের আকার বড় রাখুন- টাইলসের আকার যত বড় রাখবেন, বাথরুম ততই বড় দেখাবে। সেক্ষেত্রে জোড়াহীন টাইলস ব্যবহার করতে পারেন। এরকম টাইলস ব্যবহার করলে পুরো বাথরুমকে মনে হবে যেন একটা টাইলসে ঢাকা। সবমিলিয়ে বড় দেখাবে বাথরুম।
সঠিক রং বাছুন- শৌচাগারে কী কী রাখবেন তার সঙ্গে দেওয়াল, মেঝে, কমোড কিংবা অন্যান্য জিনিসের সঙ্গে রঙের সমন্বয় থাকছে কি না, তা আগে থেকে দেখে নেওয়া জরুরি। কারণ শৌচাগার সাজানোর অন্যান্য ছোটখাটো জিনিস পাল্টানো গেলেও মেঝের টাইলস বা কমোড কিন্তু পাল্টানো বেশ ঝক্কির। হালকা রঙের টাইলস বাছতে পারেন। একই আকারের দুটি ভিন্ন রঙের বস্তু পাশাপাশি রাখলে যার রং হালকা, সেটিই বড় দেখাবে। তাই সাদা কিংবা সাদার শেড বা যে কোনও রঙের হালকা শেড বেছে নিন।
এক রঙের বাথরুমের ফিটিংস- বাথরুমের ফিটিংস সব এক রঙের থাকলে ভাল দেখাবে। আর তা যদি টাইলসের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে হয়, তাহলে সবচেয়ে ভাল। যেমন আপনার পুরো বাথরুম সাদা রঙের হলে ফিটিংসগুলো কালো রঙে করতে পারেন। বাথরুম হালকা গোলাপি বা প্রবাল রঙের হলে ফিটিংসে আনতে পারেন সোনালির ছোঁয়া ব্যবহার করতে পারেন।
বাথরুমে দরজায় ক্যাবিনেট- বাথরুমে প্রবেশের দরজার উপরে যদি ক্যাবিনেট বানিয়ে ফেলেন তা আলাদা করে কম চোখে পড়বে। বাথরুমে যত কম জিনিস থাকবে ততই ছিমছাম লাগবে।
বেসিনের আকার এবং রং- শৌচাগারে থাকা বেসিনটির আকার এবং রং কেমন হবে তা-ও আগে থেকে ভেবে নেওয়া জরুরি। সাধারণত কমোড, বাথটব এবং বেসিনের মধ্যে সামঞ্জস্য রেখেই অন্দরসজ্জা পরিকল্পনা করা হয়। তাই অন্দরসজ্জা করার সময় এই বিষয়টি কিন্তু মাথায় রাখতেই হবে।
আয়নার ব্যবহার-নিজের সঙ্গে কথা বলা, নিজেকে চেনার বা জানার এককথায় বাথরুমে একান্ত মুহূর্তে আয়না যেন হয়ে ওঠে নিজেরই প্রতিচ্ছবি। তবে ছোট জায়গা বড় দেখানোর ক্ষেত্রে বুঝেশুনে আয়নার ব্যবহার করতে হবে।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?
চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি
ডায়েট থেকে শুধু বাদ এই ২টি জিনিস, তাতেই তরতাজা ৫৯-এর মিলিন্দ সোমন
অবসর হোক আরও রঙিন, কীভাবে শখের কাজে উপার্জনের সুযোগ পাবেন?
৬০ ছুঁইছুঁই বয়সেও 'যুবক' শাহরুখ! টগবগে যৌবন ধরে রাখার সিক্রেট ফাঁস করলেন খোদ ‘বাদশাহ’
উত্তরে কল্পা-কিন্নর, নৈনিতাল? নাকি দক্ষিণের উটি? গরমের ছুটিতে কোথায় যাবেন? রইল তিন শৈল শহরের সাত-সতেরো