
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: প্রয়াত চন্দননগরের বিখ্যাত আলোক শিল্পী বাবু পাল। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি, তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার গভীর রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত হন আলোর জাদুকর। দুবাই, প্যারিস থেকে শুরু করে বিদেশের নানান জায়গায় নানান উৎসবে ডাক পড়ত।
মুম্বইয়ে বিগ বি অমিতাভ বচ্চনের বাড়ি আলো দিয়ে সাজিয়েছিলেন। তাঁর হাতে তৈরি আলোর কারুকাজ বাবু পাল নাম টাকে রাজ্য দেশ তথা বিদেশেও পরিচিত ছিল। প্রত্যেক বছর পুজো এলেই কর্মব্যস্ত হয়ে উঠত চন্দননগর পঞ্চাননতলার বাবু পালের আলোর স্টুডিও। প্রতি বছরই নতুনত্ব থাকত। চন্দননগরে আলোর জাদুকর বলা হয় শ্রীধর দাস কে। দেশ-বিদেশে নানা ধরনের আলোর সাজ চন্দননগরের আলোকে প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন শ্রীধর। পরবর্তী সময়ে বাবু পাল তার নিজস্ব সৃষ্টিশীলতায় চন্দননগরের আলোকে একটা অন্য পর্যায়ে নিয়ে যান।
ডাক পেয়েছেন অমিতাভ বচ্চনের মুম্বই এর বাড়ি সাজানোর, দুবাইয়ে শপিং ফেস্টিভ্যাল, প্যারিস সহ নানান জায়গায়। কলকাতার শ্রভূমি স্পোর্টিং এর পুজো থেকে একাধিক নামি দুর্গা পুজো কমিটি বাবু পালের আলোতেই সেজে উঠেছে এতদিন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় বাবু পালের আলো এখনও অন্যতম আকর্ষণ। কলকা আর টুনি বাল্বের আলোর বিবর্তন ঘটিয়ে বাবু পালের এলইডি আলো দিয়ে পরীক্ষা-নিরীক্ষা সফল হয়েছিল। প্রতিবছর সাম্প্রতিক ঘটনাবলীর ওপর তৈরি তাঁর থিমের আলো সকলকে তাক লাগিয়ে দিত।
ছোটোদের মজার আলো থেকে ডিজনি ল্যান্ড, মিকি মাউস এলইডি আলোতে সাজিয়ে তুলতেন পুকো মণ্ডপ। থাকতো আলোর তৈরি অলিম্পিক, বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে যেকোনো বড় ঘটনা। এদিন আলোক শিল্পীর শেষ যাত্রায় তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চন্দননগরের আলোক শিল্পীরা। ছিলেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কাউন্সিলর সহ চন্দননগর ও ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য ও শহরের অনেকেই। এদিন মেয়র রাম চক্রবর্তী বলেন, 'বাবু পাল আর নেই, কিন্তু তাঁর কাজ থেকে যাবে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, শিল্পীর কখনও মৃত্যু হয় না। বাবু পাল অনেক কষ্ট করে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছিলেন। চন্দননগরে শ্রীধর দাসের হাত ধরে যেমন অনেক শিল্পী তৈরি হয়েছেন। বাবু পালের হাত ধরে অনেক শিল্পী এসেছেন। তারা আগামী দিনে চন্দননগরের আলোকে এগিয়ে নিয়ে যাবেন। বিশ্বের দরবারে চন্দননগরের আলোকে পৌঁছে দিয়েছিলেন বাবু পাল।'
শ্রীধর দাস বলেন, 'বাবু আমার অনেক পরে কাজ শুরু করে। পঞ্চানন তলায় একজনের থেকে আলো কিনে বাবু কাজ শুরু করে। অলোক পরামানিক-এর কাছে কাজ শিখেছিল। তারপর নিজের চেষ্টায় ও এতদূর পৌঁছেছে।ভালো লাগে যখন চন্দননগরের আলো মানেই বাবু পালের নাম আসে। ওর চলে যাওয়া দুঃখের।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী