
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বদলাপুর নিয়ে এই প্রতিবাদ রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। এমনটাই দাবি করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বিরোধীদের নিশানা করে শিন্ডে বলেন, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতেই এই প্রতিবাদ আন্দোলন। বিক্ষোভকারীদের অধিকাংশই বহিরাগত বলেও তোপ দাগেন শিন্ডে। সংবাদ মাধ্যমের কাছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, এই ধরনের ঘটনা নিয়ে যারা রাজনীতি করছেন, তাদের লজ্জিত হওয়া উচিত। ঘটনা নিয়ে রাজনীতি করছে রাজ্য সরকার। শিন্ডেকে পাল্টা তোপ দেগেছে কংগ্রেসও।
বদলাপুরে এক বেসরকারি স্কুলে বছর চারের ২ শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় উত্তাল থানে। ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত মহারাষ্ট্রের রাজনীতি। ঘটনার বিচার চেয়ে এখনও অব্যাহত আন্দোলন। যার জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ছে মহারাষ্ট্র সরকারের।
মঙ্গলবারই বদলাপুর স্টেশনে রেল রোকো আন্দোলনের পর বুধবার মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। পুনেতে বদলাপুর-ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে বসে এনসিপি (এসপি)। অবস্থানমঞ্চ থেকে শিন্ডে সরকারকে এক হাত নেন সুপ্রিয়া সুলে। ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ দাবি করেছেন এনসিপি (এসপি) নেতা। পাশাপাশি সাংসদ সুপ্রিয়া সুলে রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বলেন, বদলাপুরের ঘটনা খুবই উদ্বেগজনক।
সাংসদের আরও অভিযোগ, মহারাষ্ট্রে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে অপরাধ ও নারী নির্যাতনের ঘটনা। বদলাপুরের ঘটনাকে সংবেদনশীলতার সঙ্গেই দেখা উচিত। কারণ ওই শিশুরা আমাদের সন্তান। দেশের সন্তান। ফলে তাদের দায়িত্ব আমাদের সবার। প্রথমবার অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজ্য সরকারের তরফে হয়তো উপযুক্ত ব্যবস্থাগ্রহণ করা হয়নি। কিন্তু কেন অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে পদক্ষপ গ্রহণ করা হল না? রাজ্যের শিক্ষা দপ্তরের থেকে সেই প্রশ্নের উত্তরও দাবি করেছেন সুপ্রিয়া।
সাংসদের পাশাপাশি শুধুমাত্র থানেতেই ৫৭ শতাংশ অপরাধ বেড়েছে বলে দাবি করেছে কংগ্রেসও। শুধু পুনেই নয়, বদলাপুর-কাণ্ডের বিচার চেয়ে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় জারি প্রতিবাদ। নবি মুম্বইতেও আন্দোলনে নেমেছে শিবসেনা (উইবিটি) ও এনসিপি (এসপি)। পাশাপাশি দোষীর দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে মুম্বইয়ে বিক্ষোভ দেখান শিবসেনা (উইবিটি)-র কর্মী-সমর্থকরা।
প্রতিবাদ জানিয়ে ২৪ আগস্ট, বুধবার মহারাষ্ট্র বনধের ডাক দিয়েছে এমভিএ। বনধকে সমর্থনের বার্তা দিয়েছে এমভিএ-জোটসঙ্গী কংগ্রেস, উদ্ধভ ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) সহ শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি (এসপি)।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের