
সোমবার ০৫ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স : তক্ষক পাচারের সময় বনদপ্তরের হাতে গ্রেপ্তার হলেন দুজন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নেমে আলিপুরদুয়ার জেলার কুঞ্জনগর ইকো পার্কের কাছ থেকে এই দুজনকে সোমবার রাতে বনকর্মীরা হাতেনাতে ধরে ফেলে। বেআইনি বন্যপ্রাণী ব্যবসায় জড়িত এই দুই অভিযুক্তকে মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের এসিজেএম আদালতে তোলা হয়।
বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী পাচারের একটি চক্র কিছুদিন ধরে সক্রিয় হয়ে উঠেছিল। বনদপ্তরের আধিকারিকেরা এদের উপর নজর রাখছিলেন। কিছু ব্যক্তি বিলুপ্তপ্রায় তক্ষক পাচারের চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে তারা কুঞ্জনগর এলাকায় অভিযানে নামেন। দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে একটি জীবন্ত তক্ষক উদ্ধার হয়। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে ধৃতেরা হলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার বড়াইতাড়ি গ্রামের বাসিন্দা কাজি সৈকত আলম এবং ফালাকাটা থানারই মায়রাডাঙা গ্রামের বাসিন্দা আশরাফ আলি। জানা গিয়েছে, ধৃতরা দুজনেই আগে থেকে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত ছিল এবং কাজি সৈকত আলম এর আগেও জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগে বন্যপ্রাণী সংক্রান্ত মামলায় জড়িত ছিলেন। তোকে গেকো বা তক্ষক হল গিরগিটি প্রজাতির একটি বিপন্ন বন্যপ্রাণী। এটি প্রধানত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পাওয়া যায়। কীটপতঙ্গ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবেশে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত সহ নেপাল, ভুটান ও বাংলাদেশে এই প্রাণীটির পাচারের একটি আন্তর্জাতিক চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। এটি 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অফ নেচার' বা আই.ইউ.সি.এন-এর লাল তালিকাভুক্ত না হলেও ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২-এর সিডিউল ১ তালিকাভুক্ত অতি বিরল প্রজাতির প্রাণী। যার ফলে এই প্রাণীকে ধরা, মারা বা তার ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
২০২২ সালের সংশোধনের মাধ্যমে 'তোকে গেকো'কে 'কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেনজারড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা' বা সি.আই.টি.ই.এস এর তালিকাভুক্ত করা হয়েছে। এই সংস্থাটি আন্তর্জাতিক ব্যবসার সুরক্ষিত প্রাণীদের রক্ষা ও আইনি সুরক্ষা প্রদানের কাজ করে থাকে। কঠোর আইন থাকা সত্বেও সহজে প্রচুর মুনাফার লোভে চোরা কারবারিরা পাচারের কাজে জড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। মনে করা হয় চিনের বাজারে 'ট্রাডিশনাল' বা পরম্পরাগত ওষুধ তৈরির জন্য গেকোর মারাত্মক চাহিদা রয়েছে।
পাশাপাশি এদের ত্বক ও পায়ের পাতার জলনিরোধক ও চটচটে বৈশিষ্ট্য গবেষণার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। বনদপ্তরের কর্মীরা একটি বিষয় লক্ষ্য করেছেন যে তক্ষক বা গেকো সব সময়েই জীবন্ত ও অক্ষত অবস্থাতেই পাচার করা হয়৷ ১১-১২ ইঞ্চি লম্বা একটি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের গেকোর আন্তর্জাতিক চোরা বাজারে ৫০ থেকে ৮০ লক্ষ টাকার মতোও দাম হতে পারে বলে মনে করা হয়। তক্ষকের সংরক্ষণ ও পাচার রুখতে প্রশাসনের তৎপরতার পাশাপাশি অপরাধ দমনে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী