
সোমবার ০৫ মে ২০২৫
১৯৪৭ সালের ২২ জুলাই ভারতের বর্তমান পতাকাটি গৃহীত হয় জাতীয় পতাকা হিসাবে। এই পতাকার সঙ্গে জড়িয়ে আছে নানা রকমের ইতিহাস। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এদিন আমরা যেমন দেশাত্মবোধক গান শুনি, স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের কথা স্মরণ করি, তেমনই এদিন বিভিন্ন প্রতিষ্ঠানে ও বাড়িতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করার প্রথা রয়েছে। ভারতে তিন রঙের সমাহারে তৈরি এই পতাকা। ১৯৪৭ সালের স্বাধীনতা দিবসে এই পতাকা ভারতের প্রাপ্ত স্বাধীনতার বার্তা গোটা পৃথিবীতে ব্যপ্ত করেছিল। জাতীয় পতাকার গেরুয়া রং ত্যাগ, সাহস ও জ্ঞানের প্রতীক। ভারতের জাতীয় পতাকার দ্বিতীয় রং হল সাদা। সাদা রং শান্তির প্রতীক। জাতীয় পতাকার তৃতীয় রং হল সবুজ। সবুজ রং হল আস্থা, উর্বরতা ও তারুণ্যের প্রতীক।মহাত্মা গান্ধী প্রথম বলেন, দেশের নিজস্ব পতাকা দরকার। ভারতের বর্তমান জাতীয় পতাকা অনুভূমিকভাবে তিনটি সমান ভাগে বিভক্ত।
দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের, কতটা অস্বস্তিতে বঙ্গ বিজেপি?
খুলে গেল দিঘার জগন্নাথ মন্দিরের দরজা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আশঙ্কাই সত্যি হল! ধ্বংসের মুখে কাশ্মীরের পর্যটন শিল্প?
Pehelgam Attack : ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি?
পাকিস্তানের পতাকা পোড়ানো নিয়ে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ দিলীপ ঘোষের