
সোমবার ০৫ মে ২০২৫
রিয়া পাত্র
১৯৪৪ থেকে ২০২৪। ৮০ বছর বয়সে জীবনাবসান ঘটেছে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। বৃহস্পতিবার চক্ষুদানের পর তাঁর দেহ শায়িত ছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকালে তাঁকে শেষবার নিয়ে যাওয়া হয় বিধানসভায়; সেখান থেকে আলিমুদ্দিন-দীনেশ মজুমদার ভবন হয়ে, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে এনআরএস হাসপাতালে। সেখানেই তাঁর দেহ দান করা হবে।
বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাতুর কবি কালীকৃষ্ণ গুহ। একটা সময়ে তিনি কাজ করেছেন বুদ্ধদেবের সঙ্গে। কথায়-কথায় ফিরে এল সেসব প্রসঙ্গ। ১৯৯১ থেকে ১৯৯৩, রাজ্যের তথ্য ও সংস্কৃতি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, ১৯৯৪-এ ফের রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং ১৯৯৬ সালে রাজ্যের স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব।
কালীকৃষ্ণ গুহ-র মনে পড়ছে দুটো সময়ের কথা। রবীন্দ্র সদনে তিনি যখন আধিকারিক, তখন বুদ্ধদেব বিকেলবেলার দিকে প্রায়ই যেতেন ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে। তখন থেকেই দু’জনের আলাপচারিতা বাড়তে থাকে। সেসব ১৯৯১-এর কথা। কয়েক বছর পরে, বুদ্ধদেবই তাঁকে নিয়ে আসেন নিজের দপ্তরে। বৃহস্পতির সকাল থেকেই কালীকৃষ্ণর মনে ঘুরছে সেসব দিনের কথা।
বললেন, ‘দলের নেতাদের অনেক সময়ে বাধ্যবাধকতা থাকে, পার্টি লাইন মেনে চলতে হয়। কিন্তু বুদ্ধদেব সেটা সবসময়ে মেনে চলতেন না। উনি একজন মুক্ত মনের মানুষ ছিলেন। কর্মক্ষেত্রে অনেক বিষয়ে নানা পরামর্শ দিয়েছি, যেগুলো তিনি সবসময়ে শুনেছেন। অনেক সময়ে এমনও হয়েছে, আমার ঊর্দ্ধতন কর্তা আপত্তি করলেও বুদ্ধবাবু রাজি হয়েছেন। তার মধ্যে অন্যতম রামকিঙ্করের তৈরি করা রবীন্দ্রনাথের মূর্তি বসানো। আমার প্রস্তাবে তখনকার সেক্রেটারি রাজি না হলেও, রাজি হয়েছিলেন বুদ্ধদেব। একই ঘটনা ঘটেছিল অম্লান দত্তকে বিদ্যাসাগর পুরস্কার দেওয়ার সময়ে।’
সিঙ্গুর-সময়কাল প্রসঙ্গও উঠে এল তাঁর স্মৃতিচারণে। বললেন, ‘বামপন্থীদের মধ্যে তখনও পুঁজিবাদীদের কাছে যাওয়ার ভাবনা আসেনি। তারা ভাবতেই পারত না। জ্যোতিবাবুর আমল পর্যন্ত শিল্প নিয়ে সেভাব কোনও উদ্যোগ নেওয়া হয়নি, কারণ, তার অর্থ পুঁজিবাদের কাছে হাত পাতা। এই ক্ষুদ্রতা জয় করেছিলেন বুদ্ধদেব। দলের মধ্যেও বিরোধিতা এসেছে। কাজ করেছেন তার মধ্যেই। কখনও সরেননি নিজের জায়গা থেকে। শুধু কাজ নয়, সাহিত্য নিয়েও আলোচনা হয়েছে বহুবার।’
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১