
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৯৭৫ সাল। ১৫ আগস্ট। তাঁর বাসভবনে ঢুকে খুন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যদের। ধানমান্ডির-৩২-এর বাসভবনে সপরিবারে তাঁকে হত্যা করা হয়। মুজিবুর রহমান ছাড়াও সে রাতে খুন হয়েছিলেন তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ভাই আবু নাসের, মুজিব পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল-সহ আরও বহু মানুষ। প্রাণে বেঁচেছিলেন হাসিনা এবং রেহানা। ওইদিন তাঁরা ছিলেন বিদেশে।
আগস্ট মাস বাংলাদেশের কাছে শোকের মাস। আর সেই আগস্টেই উত্তাল পদ্মাপার। প্রায় ৫০ বছরের মাথায় বাংলাদেশেই ভাঙা হল জাতির পিতা বঙ্গবন্ধুর মূর্তি। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিল ধানমান্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে। এই বাড়িতেই প্রায় ৫০ বছর আগে নিহত হন তিনি। পড়ে মুজিবকন্যা হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর, এই ৩২-ধানমন্ডিকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে পরিণত করেন। সোমবার দুই বোন দেশ ছাড়তেই, ফের হামলা হল ৩২-ধানমন্ডির বাড়িতে। পুড়ে গেল মুজিব-স্মৃতি।
জুলাই মাস জুড়ে উত্তাল ছিল বাংলাদেশ। আন্দোলনের সূত্রপাত কোটা সংস্কারের দাবিতে। কয়েকদিনের আন্দোলন-সংঘর্ষ-মৃত্যুর পর বাংলাদেশের হাইকোর্ট কোটায় আমূল সংস্কার আনে। তারপরে কয়েকদিন আন্দোলন কিছুটা স্তিমিত হলেও, ফের আগুন জ্বলে। শুক্রবার থেকে ফের দেশজুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের আঁচ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের এক দফা কর্মসূচি নিয়ে পথে নামেন বৈষম্য বিরোধী বিক্ষোভকারীরা। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ জানিয়ে দিয়েছিল রবিবার থেকে চলবে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফের ঘনীভূত হওয়া আন্দোলনকে ঠেকাতে শিক্ষার্থীদের সঙ্গে গণভবনে আলোচনায় বসতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে সেই প্রস্তাব খারিজ করে শনিবারই নাহিদ ইসলাম জানিয়েছিলেন, রবিবার থেকে সারাদেশ জুড়ে শুরু হবে সর্বাত্মক অসহযোগ। কার্যত স্পষ্ট ছিল, ফের মুখোমুখি হতে চলেছে সরকার পক্ষ এবং বিক্ষোভকারীদের পক্ষ।
রবিবারের আন্দোলনে দেশজুড়ে নিহত হন শতাধিক মানুষ। পরিস্থিতি আরও জটিল হয় সোমবার। লং মার্চ টু ঢাকার উদ্দেশে জমায়েত হয় লক্ষ লক্ষ মানুষের। জায়গায় জায়গায় শুরু হয় সংঘর্ষ। বেলা বাড়তেই জল্পনা শুরু হয়, পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা। সেই তথ্যে সিলমোহর দেন দেশের সেনাপ্রধান। ঘোষণা করেন, বাংলাদেশে গঠন হবে অন্তর্বর্তীকালীন সরকার।
হাসিনা দেশ ছাড়তেই, গণভবনে ঢুকে পড়েন কাতারে কাতারে বিক্ষোভকারীরা। গত কয়েক ঘন্টায় যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, কেউ শুয়ে আছেন বড় বিছানায়, কেউ পাকশালায়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রেই একটি ভিডিও প্রকাশ্যে আসে, যাতে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। আওয়ামি লিগের ধানমণ্ডি এবং ঢাকা জেলা কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে দেশের নানা জায়গায়। অভিযোগ বাংলাদেশের প্রধানবিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের সংসদ ভবনেও আন্দোলনকারীরা ঢুকে পড়েছেন বলে জানা গিয়েছে।
যে আগস্ট বাংলাদেশের শোকের, সেই আগস্টেই ফের আগুন জ্বলল দেশজুড়ে। ভাঙল বঙ্গবন্ধুর মূর্তি।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা
বিড়ালের মত চেহারা তো হলই না বরং জলে গেল ৬ লক্ষ টাকা, জানেন কী হয়েছিল অস্ট্রেলিয় তরুণী সঙ্গে?
খাবার খেতে গিয়েছিলেন, রেস্তরাঁয় আগুন লেগে ঝলসে গেলেন ২২ জন
পাকিস্তানের মাথায় হাত, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
চারতলা বাড়ি রয়েছে, তবু চার বছর গাড়িতেই রাত কাটাচ্ছেন যুবক, কারণ জানলে চমকে যাবেন
ক্যাব চালানোর সময় তেড়ে তর্ক করেন জেন-জেড চালকরা! সমীক্ষায় যা তথ্য উঠে এল