
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিপজ্জনক বাড়ি নয়, বাড়ির বয়স মাত্র ১৫ বছর। তবে এই বর্ষায়, মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেটি। ধ্বংসস্তূপে চাপা পড়েছিল বছর ১৭-এর কিশোরের। জানা গিয়েছে, কিশোরের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। শুক্রবার ভোরবেলায় তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কান্নার রোল পরিবারে।
আরও পড়ুন:বিমা প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহার না হলে রাস্তায় নামতে বাধ্য হব: মমতা
ঘটনাস্থল বাগুইআটি। বৃহস্পতিবার রাতে অশ্বিনীনগর এলাকায় আচমকাই তিনতলা বাড়ির ছাদ ভেঙে পড়ে দোতলায়। পরে দোতলার ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা গিয়েছে সেই সময় ঘরে বসে টিভি দেখছিল কিশোর। জানা গিয়েছে, চাপাপড়ে যাওয়ার খবর নিজেই পরিবারের অন্যদের দিয়েছিল কিশোর। সেই সময় বাড়িতে তার মা-দাদা ছিলেন না।
শহরে এর আগেও ভেঙে পড়েছে বহুতল, বিপজ্জনক বাড়ি। তবে বাগুইআটির তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনায় জানা গিয়েছে, বাড়িটি লোহার কাঠামোর বদলে বাঁশের কাঠামোয় তৈরি করা হয়েছিল, ছিল গাছের গুড়ি। সূত্রের খবর কাঠ এবং বাঁশের কাঠামো হওয়ায় বর্ষায় ভিত আলগা হয়ে যায়, ধসে পড়ে বাড়িটি। বাড়ির ছাদ ভেঙে পড়ে আহত হয় ওই কিশোর। ঘটনার প্রায় কয়েক ঘন্টা পর সেখানে পৌঁছেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। উপস্থিত হয় পুলিশ, দমকল বিভাগ।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪