
শনিবার ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : ছত্তিশগড়ের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে বিস্ফোরক তথ্য উঠে এল ক্যাগ রিপোর্টে। ছত্তিশগড় বিধানসভা দেখেছে ১৬ হাজার চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীর বিক্ষোভ। তাঁদের একটাই দাবি সরকার তাঁদের নিয়ে সিদ্ধান্তে আসুক। এরপরই সিএজি রিপোর্ট থেকে উঠে আসে অন্য তথ্য।
রিপোর্টে দেখা গিয়েছে স্বাস্থ্যক্ষেত্রে ৩৪ শতাংশ কর্মীর ঘাটতি রয়েছে ছত্তিশগড়ে। প্রতি আড়াই হাজার মানুষ প্রতি চিকিৎসক রয়েছেন মাত্র একজন করে। এই হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের অনেক নিচে। ২০১৬ থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত এই রিপোর্ট নিয়ে এসেছে সিএজি। চিকিৎসকের ঘাটতি যেখানে ৩৪ শতাংশ রয়েছে সেখানে রাজ্যের চিকিৎসাব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিএজি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যেখানে প্রতি একহাজার মানুষ পিছু একজন করে চিকিৎসের কথা বলা হয়েছে সেখানে এই হিসাবে স্তম্ভিত সকলেই। দেশের মোট হিসাবে প্রতি ১৪৫৬ জন প্রতি একজন করে চিকিৎসক রয়েছেন। রিপোর্ট অনুসারে জেলা হাসপাতালে এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেখানে নার্সের ঘাটতি রয়েছে ২৭ শতাংশ। প্যারিমেডিক্যাল স্টাফের ঘাটতি রয়েছে ২৪ শতাংশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি রয়েছে ৩ শতাংশ। প্রতিটি দশটি রোগীদের বেড পিছু নার্স রয়েছেন একজন করে। যেখানে প্রতিটি বেডপিছু নার্স থাকা উচিত একজন করে।
অফিসে বেরনোর আগে কোনও মতে নাকে-মুখে গুঁজে খাবার খাচ্ছেন? জানেন অতি দ্রুত খাবার খেলে পাকস্থলীতে মারাত্মক সমস্যা হতে পারে?
রোদ বৃষ্টির দোলাচলে বাড়তি চাপ হৃদযন্ত্রে? অসময়ে হৃদরোগ থেকে বাঁচতে কোন কোন বিষয়ে সতর্ক হবেন?
মাইগ্রেন গায়েব হবে ম্যাজিকের মতো! মাথা যন্ত্রণা কমাতে চাইলে জেনে নিন এই পাঁচটি ঘরোয়া টোটকা
ছারখার হয়ে যাবে ডায়াবেটিস! শুধু রোজ সকালে খালি পেটে খান এই তিনটি আয়ুর্বেদিক বিশল্যকরণী!
মাংসখেকো পরজীবী এবার শেয়াল থেকে মানুষের দেহে! হতে পারে ৫০-৬০ ফুট লম্বা? কিলবিলিয়ে বেরোতে পারে পায়ু থেকে?
এবার আস্ত মানবদেহ চাষ করা হবে কারখানায়? তিন গবেষকের পরিকল্পনা শুনে কাঁপুনি বৈজ্ঞানিক মহলে!
নিজের মূত্র পান করে রোগ সারিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল? প্রাক্তন বিজেপি সংসদের দাবি শুনে হতবাক চিকিৎসক
রোদের মধ্যেই কাজে যেতে হয়? হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার