
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: দৃষ্টিহীনদের অবলম্বন লাঠি যদি কৃত্তিম বুদ্ধিমত্তা বা 'এ আই' সমৃদ্ধ হয় তাহলে কেমন হয়? বাস্তবে এমনটাই হয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার বন্ধু মিলে দৃষ্টিহীনদের সুবিদার্থে তৈরি করে ফেলেছেন 'এ.আই' ভিশন ব্লাইন্ড স্টিক। তবে তাঁদের এই আবিষ্কার বাণিজ্যিক লক্ষে নয়, নিতান্তই সামাজিক দায়বদ্ধতা থেকে। ইঞ্জিনিয়াররা তাঁদের ছাত্র জীবনে ইঞ্জিনিয়ারিং পঠনপাঠনের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করেছেন। এবার সামাজিক দায়বদ্ধতার জায়গায় সমাজের জন্য কিছু করার ভাবনা থেকেই তাঁদের একের পর এক আবিষ্কার সমাজকে তাঁক লাগিয়েছে।
তাঁরা আবিষ্কার করে চলেছেন একের পর এক অত্যন্ত প্রয়োজনীয় যুগোপযোগী আধুনিক জিনিসপত্র। এর আগে র্যাগিংয়ের হাত থেকে বাঁচতে তাঁরা তৈরি করেছেন অ্যান্টি র্যাগিং কিট। যা র্যাগিংয়ের শিকার কোনও পড়ুয়াকে বাঁচাতে সক্ষম হবে। এবার সেই ইঞ্জিনিয়ার বন্ধুরা মিলেই তৈরি করে ফেললেন 'এ আই' ভিশন ব্লাইন্ড স্টিক।
একজন দৃষ্টিহীন ব্যক্তির কাছে এই লাঠির নানা উপযোগিতা। আবিষ্কারকদের দাবি, এই লাঠি দৃষ্টিহীন মানুষকে একা পথ চলতে সাহায্য করবে। ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে সামনে কোনও বিপদ আছে কিনা তা জানিয়ে দেবে। টাকা চেনাবে। ক্যাব বুক করতে সাহায্য করবে। একাকিত্ব দূর করতে এই লাঠির সাহায্যে কথা বলা বা গল্প করা গান শোনা যাবে। খবর শোনা যাবে এই লাঠির সাহায্যে।
দৃষ্টিহীন মানুষের একা পথ চলতে লাঠি লাগে। সেই লাঠি যদি 'এই আই' সমৃদ্ধ, তাহলে দৃষ্টিহীন মানুষ যেন না দেখেও সব দেখতে পান। সেই ধারনা থেকেই চন্দননগরের এই সংস্থা দৃষ্টিহীনদের সুবিদার্থে 'এ আই' ভিশন ব্লাইন্ড স্টিক তৈরি করেছে। এই স্টিক তৈরি করতে তাঁদের সময় লেগেছে প্রায় তিন মাস। পিভিসি পাইপ দিয়ে তৈরি লাঠিতে থাকছে ব্যাটারি। বসানো হয়েছে ক্যামেরা, সার্কিট, ব্লুটুথ স্পিকার ইত্যাদি। ইয়ার পট বা যেকোনও ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে চ্যাট বক্সে কমান্ড দিলেই উত্তর দেবে এই 'এআই' ডিভাইস। ভয়েস কমান্ড দিয়ে লাঠির থেকেই জেনে নেওয়া যাবে সব কিছু।
এই প্রসঙ্গে তরুণ ইঞ্জিনিয়ার অয়ন বাগ জানিয়েছেন, শুরু থেকেই এই লাঠি তৈরি করার পেছনে তাঁদের কোনও রকম ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছিল না। দৃষ্টিহীনদের স্কুলে তাঁরা এই স্টিক দেবেন। তাঁদের তৈরি স্টিক দেখে কেউ যদি বানাতে চান, সেক্ষেত্রে তাঁরা সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। তাঁদের সংস্থা বাণিজ্যিকভাবে সফটওয়্যার হার্ডওয়ার নিয়ে কাজ করলেও সামাজিক দায়বদ্ধতা থেকেই তাৃদের এই আবিষ্কার। শনিবার চন্দননগর সুভাষ পল্লীতে এই ব্লাইন্ড স্টিক প্রদর্শন করা হয়। দেখানো হয় এই স্টিকের নানান কার্যকলাপ।
ছবি পার্থ রাহা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী