
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগের ডার্বির আগে নজিরবিহীন ঘটনা। বৃহস্পতিবার ম্যানেজার্স মিটিংয়ে এলেন না মোহনবাগানের কোনও প্রতিনিধি। একদিন পরই মরশুমের প্রথম বড় ম্যাচ। কিন্তু ডার্বিকে কেন্দ্র করে জটিলতা বাড়ল। ইস্টবেঙ্গলের প্রতিনিধি এলেও মোহনবাগানের পক্ষ থেকে কেউ না আসা মানে কি তাঁরা ডার্বি খেলতে চাইছে না? ৫০ মিনিট অপেক্ষা করার পর ফিরে গেলেন ম্যাচ কমিশনার এবং রেফারি অ্যাসেসর। আইএফএর পক্ষ থেকে মোহনবাগানের ম্যানেজারকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। এদিন আইএফএ অফিসে সন্ধে ছ'টা থেকে মিটিং ছিল। ৬.৫০ পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু কলকাতা লিগের ডার্বির ম্যানেজার্স মিটিংয়ে যোগ দেয়নি মোহনবাগানের কোনও প্রতিনিধি। যার ফলে শুধুমাত্র ইস্টবেঙ্গলের প্রতিনিধিকে নিয়ে বৈঠক হয়। ডার্বির আগে আর কোনও মিটিং হওয়ার সম্ভাবনা নেই। বৈঠকে ইস্টবেঙ্গলের জার্সির রং দেখে নেওয়া হয়েছে। লাল হলুদ পরে খেলবে ইস্টবেঙ্গল।
ম্যানেজার্স মিটিং বয়কট মানেই যে ডার্বি খেলবে না মোহনবাগান, এমন মনে করছেন না আইএফএ সচিব অনির্বাণ দত্ত। শতবর্ষের ডার্বি করার বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি। অনির্বাণ দত্ত বলেন, 'মোহনবাগান আমাদের কিছু জানায়নি। ডার্বি হবে। সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। ম্যাচের ভেন্যু, সময় জানিয়ে দেওয়া হয়েছে। কোনও কারণে হয়তো ম্যানেজার আসতে পারেনি। মোহনবাগান যে খেলবে না সেই বিষয়ে আমাদের এখনও কিছু জানায়নি। ওদের মিটিংয়ের ড্রাফটেড মিনিটস পাঠিয়ে দেওয়া হবে। যতক্ষণ না ওরা জানাচ্ছে ম্যাচ খেলবে না, ভেবে নেওয়ার কোনও কারণ নেই। মিটিংয়ে না আসার সঙ্গে ম্যাচ না খেলার কোনও সম্পর্ক নেই। ম্যাচ খেলব না বলে আমাদের মোহনবাগান এখনও কিছু জানায়নি।' টিকিট স্ট্যাম্প হয়ে চলে এসেছে। রাতের মধ্যেই টিকিট ক্লাবগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। শুক্রবার সকাল থেকেই যুবভারতীর বক্স অফিস থেকে অলনাইন টিকিট রিডিম করতে পারবে সমর্থকরা। এবার অফলাইনে কোনও টিকিট বিক্রি হচ্ছে না। তবে মোহনবাগানের ম্যানেজার্স মিটিং বয়কট নিঃসন্দেহে ডার্বি নিয়ে জটিলতা বাড়াল। শেষপর্যন্ত শনিবার শতবর্ষের ডার্বি আদৌ হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠে গেল।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?