
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে জল গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। এই মামলায় এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, তিন মাসের মধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে হবে। এর জন্য তিন সদস্যের সার্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে উপাচার্য নিয়োগে কমিটি গঠন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে। এবার সুপ্রিম নির্দেশে কার্যত রাজ্য সরকারেরই জয় হল বলে মনে করছে রাজনৈতিক মহল। জানানো হয়েছে, তিন সদস্যের কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউইউ ললিত।
— Bratya Basu (@basu_bratya) July 8, 2024
তবে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি থাকবে নাকি প্রধান কমিটির নেতৃত্বে আরও সাব কমিটি তৈরি করা হবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। নতুন এই সার্চ কমিটি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য তিনজন করে উপাচার্যের নাম পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে। সেখান থেকে একটি নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন রাজ্যপালের কাছে। রাজ্যপাল তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন। তবে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের উপাচার্যের নাম পছন্দ না হলে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়া শুরু করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। দেশের শীর্ষ আদালতের তরফে এই সিদ্ধান্তের পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ব্রাত্য বসু। তিনি লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যের সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে’।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও