
রবিবার ২৫ মে ২০২৫
অগ্নিমূল্য সবজি-বাজার। লঙ্কা, টমেটো সহ কাঁচা আনাজের দাম আকাশ ছুঁয়েছে। সমান গতিতে বাড়ছে মাছ-মাংসর দামও। বাজারে গিয়ে নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের। কেন এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি? কী বলছেন ব্যবসায়ীরা? মূল্যবৃদ্ধির জেরে কি ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও? কলকাতার বাজার ঘুরে সেই উত্তরই খুঁজল আজকাল ডট ইন-এর প্রতিনিধি