মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | French Zoo: ফ্রান্সের পার্কে নেকড়ের হামলা, আহত ১

Riya Patra | ২৫ জুন ২০২৪ ১৯ : ১০Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্সের একটি পার্কে নেকড়ের হামলায় এক মহিলা আহত হয়েছেন। প্যারিসের কাছে থুয়ারি সাফারি পার্ক ও চিড়িয়াখানায় এই ঘটনা ঘটেছে। ৩৭ বছর বয়সী ওই মহিলা রাতে পরিবার নিয়ে পার্কের একটি অতিথিশালায় ছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সকালে তিনি প্রাতঃভ্রমণে বের হন, আর তখনই ঘটে বিপত্তি। প্রশাসনের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুর সঙ্গে লরাই করছেন।
তবে অপর একটি সূত্রের দাবি, আঘাত গুরুতর হলেও তাঁর অবস্থা এখন স্থিতিশীল। পার্কের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সকালে পার্কের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ফটকের দিকে চলে যান ওই মহিলা। ওই রাস্তায় হেঁটে যাওয়ার কথা নয়, সেখানে শুধু সাফারির গাড়ি চলে। তবে ওই মহিলা ভুল করে ওই রাস্তায় গিয়েছিলেন বলেই মনে করা হচ্ছে। ওই জায়গায় নির্দিষ্ট করে বিপৎসংকেত দেওয়া আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
প্রশাসন জানিয়েছে, সাফারির রাস্তায় ঢুকে পড়ার কিছুক্ষণের মধ্যেই নেকড়ের দলটি ওই মহিলার ওপর হামলা চালায়। তিনটি নেকড়ে একসঙ্গে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বলে মনেকরা হচ্ছে প্রাথমিকভাবে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মহিলার গলায়, ঘাড়ে ও পিঠে নেকড়ে কামড় দিয়েছে।
সাধারণত এ ধরনের পার্কে বৈদ্যুতিক সীমানাপ্রাচীর থাকে। ওই প্রাচীর টপকে পশুরা রাস্তায় উঠতে পারে না। তবে ওই জায়গায় বৈদ্যুতিক প্রাচীর ছিল না বলে মনে করা হচ্ছে।
প্যারিস থেকে ৪০ কিলোমিটার দূরের এই পার্কে আলাদা করে একটি নেকড়ে জোনও রয়েছে। এর ঠিক পাশেই থাকার ব্যবস্থা। ২২০ ইউরো খরচ করে সেখানে থাকা যায়। সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।
১৯৬৮ সালে এক ব্যক্তি পার্কের মধ্যে এই উন্মুক্ত চিড়িয়াখানা তৈরি করেন বলে জানা গেছে। পরে একটি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই সংস্থাই পার্কটি চালায়। ১৫০ হেক্টর জমির ওপর তৈরি করা পার্কে ১ হাজার ৫০০টির বেশি পশু রয়েছে। রয়েছে ১০০টি প্রজাতির পশু-পাখি।




নানান খবর

নানান খবর

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু

পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে

সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী

‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ

‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে

‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়

আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!

ভারতের ‘‌পাল্টা আঘাতের’‌ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট

পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা

সোশ্যাল মিডিয়া