
মঙ্গলবার ০৬ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: প্রীতি বিশ্বাস আর রাহুল মজুমদার কিছুদিন আগেই দিয়েছিলেন সুখবর। দেখতে দেখতে কেটে গেল সাতটা মাস। ৭ মাসের সাধের দারুন আয়োজনের কথা নিজেই ভাগ করে নিলেন হবু মা প্রীতি।
৪ এপ্রিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন প্রীতি বিশ্বাস এবং হবু বাবা রাহুল মজুমদার। গতকাল প্রীতির শ্বশুর বাড়ি অর্থাৎ রাহুলের পরিবারের তরফ থেকে আয়োজন করা হয় সাত মাসের সাধ। যেখানে নিজেদের আত্মীয়-স্বজনদের পাশাপাশি ইন্ডাস্ট্রির খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে এই বিশেষ দিনটা কাটালেন রাহুল এবং প্রীতি। সোনার গয়নায় সাজতে সব সময় ভালোবাসেন প্রীতি, এদিনও লাল শাড়িতে এবং সোনার গয়নায় নিজেকে খুব সুন্দর করে সাজালেন হবু মা।
হলুদ পাঞ্জাবি পড়েছিলেন রাহুল মজুমদার। দু'জনেই ঈশ্বর বিশ্বাসী, সেই কারণেই যশোদা ও কৃষ্ণের ছবি জুড়ে ছিল অনেকটা জায়গা, পাশাপাশি বেলুন ও ফুলের মালা দিয়ে পুরো জায়গাটাকে সাজানো হয়। আজকাল ডট ইন-কে প্রীতি জানালেন, "আমার ননদ সাধের থিমের একটা বিশেষ কেক আনেন, কেকটা আমার খুব পছন্দ হয়েছে। এছাড়াও খাবারের আয়োজন হয়েছিল আমার পছন্দ মতই। ভাত, ডাল, পাঁচ রকম ভাজা পাশাপাশি পাবদা মাছ, কাতলা মাছ, ভেটকি পাতুরি, চিংড়ির মালাইকারি সহ নানান ধরনের মিষ্টি। সবই আমার পছন্দের খাবার, খুব কাছের মানুষদের নিয়েই এই অনুষ্ঠান করেছি, অনেকেই এসেছেন তবে বৃষ্টির জন্য কয়েকজন আসতে পারেননি, তাই মনটা একটু খারাপ হয়েছিল।"
এদিন এই বিশেষ অনুষ্ঠানে বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, নীলাঞ্জনা সেনগুপ্ত সহ 'হরগৌরী পাইস হোটেল' পরিবারের একাধিক সদস্যদের দেখা গেল।
স্টার জলসার হর গৌরী পাইস হোটেল ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর আপাতত স্ত্রী প্রীতির সঙ্গেই সময় কাটাচ্ছেন রাহুল। ধুলোকণা ধারাবাহিকের পর থেকে বিরতিতে রয়েছেন প্রীতি। সুস্থ এবং ভালভাবে সন্তান আসুক তাঁদের পরিবারে, এটাই চান রাহুল এবং প্রীতি।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?