
মঙ্গলবার ০৬ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
আম্বানিদের অনুষ্ঠানে রুটির সঙ্গে সোনার গুঁড়ো মেখে খেয়েছিলেন সারা আলি খান?
চলতি বছরের ফেব্রুয়ারিতে জামনগরে প্রি ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বরা ছাড়াও সেই অনুষ্ঠানে পারফর্ম করতে হাজির হয়েছিলেন রিহানার মতো আন্তর্জাতিক পপ তারকাও। চোখ ধাঁধানো সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী সারা আলি খান। এক সাক্ষাৎকারে সেই অনুষ্ঠানের প্রসঙ্গ উঠতেই মজা করে সারা জানিয়েছেন, সেই অনুষ্ঠান রীতিমতো হীরে, সোনার জহরৎ দিয়ে সাজানো হয়েছিল। এমনকি খাবারে রুটির সঙ্গে সোনার গুঁড়ো পরিবেশন করা হয়েছিল! সেটাই তিনি চেটেপুটে খেয়েছেন।
পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন আলি ফজল
তাঁদের পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে, গত ফেব্রুয়ারিতেই সে ঘোষণা করেছিলেন রিচা চাড্ডা এবং আলি ফজল। রিচা আগেই জানিয়েছিলেন আগামী অক্টোবর পর্যন্ত কাজ থেকে মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন তিনি। এবারে জানা গেল, এক মাসের জন্য পিতৃত্বকালীন ছুটি নিতে চলেছেন আলি ফজলও। সূত্রের খবর, আগামী চার থেকে পাঁচ সপ্তাহের জন্য বলিপাড়া থেকে বিদায় নেবেন আলি। চলতি মাসেই 'মেট্রো...ইন দিনো', 'লাহোর ১৯৪৭' এবং 'ঠগ লাইফ' ছবির যাবতীয় শুটিং শেষ করে ছুটিতে যাবেন 'গুড্ডু ভাইয়া'।
রণবীরের শোরের কোন কথায় মুগ্ধ দর্শক?
'বিগ বস ওটিটি'র তিন নম্বর সিজনের অন্যতম সেলেব প্রতিযোগী রণবীর শোরে। জনপ্রিয় এই অভিনেতা স্পষ্ট কথায় জানিয়েছেন, এইমুহুর্তে তাঁর হাতে কোনও কাজ নেই বলেই এই রিয়ালিটি শোতে নাম লিখিয়েছেন তিনি। তার উপর তাঁর ছেলেও গরমের ছুটিতে মার্কিন মুলুকে। সব মিলিয়ে ফাঁকা বসেছিলেন। তাই 'বিগ বস'-এর ঘরে হাজির হয়েছেন তিনি। বলি-অভিনেতার এহেন অকপট স্বীকারোক্তিতে মুগ্ধ দর্শককুল।
'কল্কি ২৮৯৮ এডি'র ট্রেলার দেখে কী বললেন রাজামৌলি এবং 'অর্জুন রেড্ডি'?
সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক নাগ অশ্বিনের 'কল্কি ২৮৯৮ এডি' ছবির ট্রেলার। ভিডিওতে সম্পূর্ণ নয়া অবতারে দেখা গিয়েছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো অভিনেতা-অভিনেত্রীদের। পাশাপাশি ছবিতে ভিএফএক্সের কারিকুরি দেখেও তাক লেগেছে দর্শকের। এবার এই তালিকায় নাম লেখালেন দক্ষিণী ছবি তারকা বিজয় দেবারাকোণ্ডা এবং 'আর আর আর' ছবি খ্যাত পরিচালক এস এস রাজামৌলি। পরিচালক জানান, ছবির ট্রেলার দেখে যারপরনাই উত্তেজিত তিনি। পাশাপাশি তাঁকে মুগ্ধ করেছে ছবিতে কমল হাসানের লুক।
অন্যদিকে বিজয় লিখেছেন, 'কল্কি ২৮৯৮ এডি'র এই ট্রেলার দেখে তাঁর মাথা ঘুরে গিয়েছে! এই ছবি দেখার জন্য তাঁর আর তর সইছে না!
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?