
সোমবার ০৫ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স: আগুনে পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। ডুয়ার্সের মাদারিহাট সংলগ্ন জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলের ভেতর থাকা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই বাংলোটিতে মঙ্গলবার রাত ৯টা নাগাদ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কাঠের তৈরি সুদৃশ্য গোটা বাংলো। আগুন লাগার খবর পেয়ে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তাদের পক্ষে এত বড় মাপের আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই বাংলোটি পুড়ে ছাই হয়ে যায়।
জঙ্গলের ভেতরে শান্ত পরিবেশে গন্ডার, হাতি, বাইসন সহ বন্যজন্তু ও পাখিদের সান্নিধ্য ভোগ করার জন্য এই বাংলোটি পর্যটকদের পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিক ও আমলাদের কাছেও অত্যন্ত জনপ্রিয় ছিল। ১৯৬৭ সালে তৈরির পর থেকে এই বাংলোতে সাধারণ পর্যটকদের পাশাপাশি অজস্র মানুষ থেকেছেন, তাঁরা এখানকার মুগ্ধকরা পরিবেশের ভাল স্মৃতি নিয়েই ফিরেছেন। এদিনের পর বাংলোটিই স্মৃতি হয়ে গেল। ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় এদিন আগুন লাগার সময় বাংলোটিতে কোনও পর্যটক ছিলেন না।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে - বাংলোর একজন কর্মী রাত ৯টা নাগাদ বাংলোর একটি অংশে আগুন দেখতে পান। সম্ভবত শটসার্কিট থেকে আগুন লেগেছিল। এর কিছুক্ষণ পরই বাংলোর একটি এসি মেশিনে বিস্ফোরণ হয়। এর পরই দ্রুত গোটা বাংলোয় আগুন ছড়িয়ে পড়ে। বনকর্মীরা ফায়ার এক্সটিঙ্গুইসার বা ছোট আকারের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তাঁরা ব্যার্থ হন। ফালাকাটা ও হাসিমারা থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার খবর পেয়ে রাত দশটা নাগাদ মাদারিহাটের বিডিও, বনদপ্তরের ডিএফও সহ অন্যান্য আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী