
সোমবার ০৫ মে ২০২৫
ফ্রান্স - ১ (ওবার-আত্মঘাতী)
অস্ট্রিয়া - ০
আজকাল ওয়েবডেস্ক: জয় দিয়ে ইউরো কাপ শুরু করল ফ্রান্স। সোমবার রাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারাল বিশ্বকাপের রানার্সরা। ম্যাক্সিমিলিয়ান ওবারের আত্মঘাতী গোলে জিতল লে ব্লুজরা। তবে এই ফ্রান্স সেই ফ্রান্স নয়। এই এমবাপে সেই এমবাপেও নয়। যা কাতার বিশ্বকাপে দেখা গিয়েছিল। ফেভারিট হিসেবে জার্মানিতে এসেছে ফ্রান্স। কিন্তু দিদিয়ের দেশঁর দলের খেলা দেখে মন ভরল না। বরং আরও সমস্যায় পরে গেল ফ্রান্স। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন এমবাপে। তাঁর নাকে চোট লেগেছে। তারওপর রেফারির অনুমতি না নিয়ে মাঠে প্রবেশ করে অহেতুক হলুদ কার্ডও দেখেন ফ্রান্সের অধিনায়ক। জিতলেও ইউরোর ওপেনিং ম্যাচ সুখকর হল না বিশ্বকাপ রানার্সদের। শারীরিক ফুটবল খেলে দু'দলই। একাধিক চোট এবং কার্ড হয়। তবে ফ্রান্সের তারকাখচিত দলের ফ্রি ফ্লোয়িং ফুটবল রুখে দেওয়ার জন্য প্রশংসা করতেই হবে অস্ট্রিয়ার। একতরফা ম্যাচ হওয়া উচিত ছিল। কিন্তু শেষ মিনিট পর্যন্ত লড়াই করে রাগ্নিকের দল। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও এমবাপের চোট চিন্তায় রাখবে দেশঁকে। ম্যাচ শেষে মাঠে দেখা যায়নি তাঁকে।
স্কোরলাইন দেখে ম্যাচের গতিপ্রকৃতি নির্ধারণ করা যাবে না। অনেক বেশি আক্রমনাত্মক ফুটবল খেলে দুই দলই। গোল সংখ্যা বেশি হওয়া উচিত ছিল। ফ্রান্স-অস্ট্রিয়া ম্যাচ শুরু থেকেই গতিশীল। অধিনায়ক হিসেবে বড় টুর্নামেন্টে অভিষেক কিলিয়ান এমবাপের। শুরুতেই কম শক্তিশালী অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল তুলে নেওয়ার জন্য ঝাঁপায় ফরাসিরা। ম্যাচের ৮ মিনিটের মাথায় প্রথম সুযোগ বিশ্বকাপ রানার্সদের। হার্নান্দেজের থেকে বল পেয়ে গতি বাড়িয়ে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন এমবাপে। তাঁর শট বাঁচান অস্ট্রিয়ার গোলকিপার পেন্টজ। প্রথমার্ধে এটাই ফ্রান্সের সেরা সুযোগ। দু'প্রান্ত দিয়ে আক্রমণ শানাচ্ছিলেন ডেম্বেলে এবং এমবাপে। তারমধ্যে গ্রিজম্যানের নিখুঁত সেটপিস। আধিপত্য ছিল ফ্রান্সের। গোল লক্ষ্য করে চার-পাঁচটা শটও নেয় এমবাপে, গ্রিজম্যানরা। কিন্তু তেকাঠিতে রাখতে পারেনি। তবে প্রথমার্ধে অস্ট্রিয়া খুব একটা সুযোগ না পেলেও, তাঁরা ম্যাচ থেকে হারিয়ে যায়নি। মাঝে মধ্যেই বিক্ষিপ্ত আক্রমণ করার চেষ্টা করে। তাঁদের সেরা সুযোগ ৩৬ মিনিটে। সাবিতজারের থেকে বল পেয়ে সামনে একা মাইগনানকে পেয়েও ফরাসি কিপারকে পরাস্ত করতে পারেননি বাউমগার্টনার। অনবদ্য সেভ হুগো লরিসের উত্তরসূরির। কিছুটা ভাগ্যের জোরেই বিরতির আগে এগিয়ে যায় ফ্রান্স। তিনজনকে কাটিয়ে বক্সের মধ্যে বল ভাসান এমবাপে। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন ম্যাক্সিমিলিয়ান ওবার। আত্মঘাতী গোল। এই একটি মুহূর্ত ছাড়া খুব বেশি নড়বড়ে দেখায়নি অস্ট্রিয়াকে। হাই-প্রেসিং, ফাস্ট ট্রানজিশন ফুটবলে দলকে রপ্ত করান রালফ রাগ্নিক। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার পর অস্ট্রিয়ার জাতীয় দলের কোচ হন। তাঁর কোচিংয়ে বিশ্বকাপ ফাইনালিস্টদের টক্কর দেয় আন্ডারডগরা। তবে ফ্রান্সের থেকে আরও ভাল ফুটবল প্রত্যাশিত ছিল। এমবাপের থেকেও।
বিশ্বকাপের ছন্দে পাওয়া যায়নি তারকা ফুটবলারকে। ম্যাচের ৫৫ মিনিটে সিটার নষ্ট এমবাপের। যা বিশ্বাসযোগ্য নয়। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে বিপক্ষের বক্সে ঢুকেও কিপারের সঙ্গে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে বাইরে মারেন এমবাপে। এর থেকেই স্পষ্ট, চেনা ছন্দে নেই ফরাসি তারকা। দ্বিতীয়ার্ধে ম্যাচ অনেক বেশি ওপেন হয়ে যায়। একটা সময় দুই দলের বল পজেশন সমান সমান ছিল। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি গোলেরও সুযোগ এসেছিল ফ্রান্সের সামনে। কিন্তু ডেম্বেলে, কন্তের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে কৃতিত্ব দিতেই হবে অস্ট্রিয়ার রক্ষণ সংগঠনকে। একইসঙ্গে শেষ মিনিট পর্যন্ত আগ্রাসী মনোভাব। অন্যদিকে গোলের নীচে অনবদ্য ফ্রান্সের কিপার। দুটো নিশ্চিত গোল বাঁচান তিনি।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?
নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা
ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা
দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?
ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার
স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা