
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল দল প্রতিষ্ঠা হওয়ার পর এবারই প্রথম মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের সবকটিতেই জয়ী হয়েছে রাজ্যের শাসক দল, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। জঙ্গিপুর আসন থেকে জয়ী হয়েছেন খলিলুর রহমান, মুর্শিদাবাদ আসনটি ফের নিজের দখলে রেখেছেন আবু তাহের খান। বহরমপুর কেন্দ্রে পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে প্রথমবারের জন্য সংসদে যাচ্ছেন ইউসুফ পাঠান।
মুর্শিদাবাদ জেলাতে দলের এই অভাবনীয় সাফল্যে খুশি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আজ কলকাতার কালীঘাটের দলীয় অফিসে নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করেন মমতা ব্যানার্জি। সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের আরও একাধিক নেতা-নেত্রী। বৈঠকে মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত তিন সাংসদই আজ উপস্থিত ছিলেন।
তৃণমূল সূত্রের খবর- প্রায় দেড় ঘণ্টা ধরে চলা আজকের বৈঠকে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করতে না পারার কারণ নিয়ে অল্প আলোচনা হয়। সূত্রের খবর- বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওই কেন্দ্রগুলোতে এমন ফলাফলের পিছনে কারা দায়ী তা খুঁজে দেখার জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একটি দল গঠন করা হবে। তারা আগামী দিন খুঁজে দেখবে ওই কেন্দ্রগুলোতে তৃণমূলের কম ভোটার পিছনে কী কারণ কাজ করেছে।
আজকের বৈঠকে উপস্থিত এক নবনির্বাচিত সাংসদ জানান, "দিদি আমাদের সকলকে ভাল করে কাজ করার জন্য বলেছেন। তবে মালদহ জেলাতে আশানুরূপ ফল না হওয়ার তিনি কিছুটা দুঃখ প্রকাশ করেছেন।"
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, "মুর্শিদাবাদের তিনটি আসনে জয়ের জন্য দিদি (পড়ুন মমতা ব্যানার্জি) খুব খুশি। তিনি আমাদের সকলকে ভাল করে কাজ করতে বলেছেন। ইউসুফ পাঠানকে দিদি 'জায়ান্ট কিলার' বলেছেন। আমার ফলাফলেও দিদি খুব খুশি। তবে যেখানে ভাল ফলাফল হয়নি, তার কারণ খুঁজে দেখতে বলেছেন দিদি।"
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪