
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। দিনভর লড়াই শেষে মধ্যরাতে ফল প্রকাশ। কোনও মতে গড় রক্ষা করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। শেষমেশ মান রক্ষা হল বিজেপির। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে ১০ হাজার ৩৮৬ ভোটের ব্যবধানে হারালেন সুকান্ত। যেখানে তাঁর প্রত্যাশা ছিল, লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতা, সেখানে মাত্র ১০ হাজার ভোটে ব্যবধানে নির্বাচিত হলেন তিনি।
ভোট গণনার শুরু থেকেই কখনও বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী এগিয়ে, কখনও আবার বিজেপি প্রার্থী এগিয়ে ছিলেন। দিনভর হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। রাত ১১টার পর চূড়ান্ত ফলাফল জানা যায়। ২০১৯ সালে এই কেন্দ্রে অর্পিতা ঘোষকে ৩৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন সুকান্ত।
চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির একাধিক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ থেকে লকেট চ্যাটার্জি। প্রথম কয়েক রাউন্ডের পর জল্পনা রটেছিল, বালুরঘাট কেন্দ্রও হাতছাড়া হতে চলেছে বিজেপির। শেষ অবধি হাসি ফুটল সুকান্তর।