
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হিমাচলের মান্ডিতে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াতে। দীর্ঘ নির্বাচনী প্রচারে তাঁকে বারবার বিরোধিদের কটাক্ষ করতে দেখা গিয়েছে। কখনও তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনের শেষ দফায় ভোট দিলেন কঙ্গনা রানাওতে। নিজের জয় নিয়ে নিশ্চিত, সঙ্গে নিশ্চিত হিমাচল প্রদেশে বিজেপির জয় নিয়েও। লোকসভা ভোটের শেষ দফায় নির্বাচন চলছে ৫৭ কেন্দ্রে। একগুচ্ছ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য গণনা হচ্ছে শেষ দফার ভোটে। নিজের ভোটাধিকার প্রয়োগ করে কঙ্গনা এদিন সকলকে গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। উৎসবের মেজাজে ভোট দেওয়ার ডাক দিয়েছেন তিনি।ভোটাধিকার প্রয়োগ করে কঙ্গনা বলেন, হিমাচলপ্রদেশে সম্পূর্ণ মোদি হাওয়া বইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ মাসের নির্বাচনী প্রচারকালে ২০০ র্যালি এবং ৮০-৯০টি সাক্ষাৎকার দিয়েছেন, এই তথ্য উল্লেখ করে কঙ্গনা বলেন, 'আমরা নরেন্দ্র মোদির সৈনিক। এই নির্বাচনে হিমাচলপ্রদেশের ৪টি আসনই জিতবে বিজেপি।' বেলা ১টা পর্যন্ত ভোটদানের হার অনুযায়ী, সপ্তম দফার ভোটে, ৫৭ আসনে সর্বোচ্চ ভোট পড়েছে হিমাচল প্রদেশে। ৪৮.৬৩ শতাংশ ভোট পড়েছে সেখানে।