মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: সপ্তম দফার নির্বাচনের শেষবেলায় ১২ কিলোমিটার মেগা ব়্যালি মমতার

Kaushik Roy | ৩০ মে ২০২৪ ২৩ : ২৮Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ভোট প্রচারের শেষলগ্নে শহরের রাজপথে মেগা ব়্যালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায় এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এদিন মিছিলে হাঁটেন মমতা। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হয় মিছিল। মমতার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, সায়নী ঘোষ এবং মালা রায়। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা।

যাদবপুর সুকান্ত সেতু থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে হরিশ মুখার্জি রোড ঘুরে গোপালনগর ক্রসিং পর্যন্ত দুই লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীর সমর্থনে পদযাত্রা করেন মমতা৷ বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এদিন যাদবপুরে মিছিল শুরুর আগে মমতা বলেন, আমি দায়িত্বহীনভাবে কথা বলি না, দায়িত্ব নিয়ে কথা বলি, সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, এবার বিজেপি ক্ষমতায় আসছে না। দেশের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে। সব আমরা দিচ্ছি। একটা পয়সা দেয়নি, জিএসটির নামে সব পয়সা তুলে নিয়ে চলে যায়। রেশন আমরা দিই, জল আমরা দিই’।




নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া