
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : ওড়িশাতে ভালো ফল করবে তাঁর দল, এমনটাই জানিয়ে দিলেন নবীন পট্টনায়েক। তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতেন তাহলে তিনি তাঁকে ফোন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে নির্বাচনী সভা থেকে তাঁকে উপহাস করলেন। তিনি সুস্থ আছেন। তাঁর দল লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটোই ভালো ফল করবেন। তিনি ওড়িশাবাসীর জন্য যা করেছেন তাতে অন্য কেউ এখানে এসে তাঁকে সরাতে পারবে না। বিজেপি গোটা দেশে এগিয়ে থাকলেও ওড়িশাকে কায়দা করতে পারবে না। ২০১৯ লোকসভা নির্বাচন যদি দেখা যায় তবে সেখানে অন্য দলের সঙ্গে তাঁর দল যে কতটা এগিয়ে তা বোঝা যাবে। এবারেও তার ওপরেই ভরসা দেখাবে সকলে। কংগ্রেস এবং বিজেপি ওড়িশাকে নিয়ে যতই রাজনীতি করুক না কেন তাতে লাভ কিছুই হবে না বলে জানালেন নবীন পট্টনায়েক।