
মঙ্গলবার ০৬ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: জি বাংলার সারেগামাপার মঞ্চ থেকে এক নতুন যাত্রা শুরু করেন গায়ক ঋষি চক্রবর্তী। 'দিদি নম্বর ওয়ান', 'দাদাগিরি' থেকে মঞ্চেও জনপ্রিয় মুখ ঋষি। তবে এইবার দুবাইতে বাড়ি কিনে সকলকে চমকে দিলেন এই গায়ক।
দুবাইতে মাঝেমধ্যেই ঘুরতে চলে যান টলিউডের একাধিক তারকারা। সেখান থেকে নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। তবে এবার ঘুরতে যাওয়া নয়, দুবাইতে একটা গোটা বাড়ি কিনে ফেললেন ঋষি চক্রবর্তী। রেজিস্ট্রেশনের পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ঋষি। পোস্ট করলেন ছবিও। তবে এখনই নতুন বাড়ি প্রকাশ্যে আনেননি তিনি। তাঁর এই পোস্ট দেখে শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন বহু মানুষ। তবে কি এবার পাকাপাকিভাবে দুবাইতেই চলে যাবেন ঋষি? তিনি নিজেই জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই ফিরে আসছেন শহরে। কলকাতা থেকে দুবাই মাঝে মাঝেই যাতায়াত করবেন তিনি। 'দাদাগিরি' বা 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে প্রায়ই দেখা যায় ঋষিকে। বাংলা লোকগানের জন্য অত্যন্ত জনপ্রিয় তিনি। প্রায় সারা বছরই দেশ-বিদেশের নানান মঞ্চে অনুষ্ঠান করেন ঋষি, পাশাপাশি নিজের মতো করে মিউজিক ভিডিও বানান, যার মধ্যে বেশ কিছু ভিডিও ভাইরাল নেট মাধ্যমে। তবে এই মুহূর্তে কাজের পাশাপাশি নতুন বাড়ি নিয়েও ব্যস্ত এই গায়ক। বেশ কয়েকদিন ধরে দুবাইতেই রয়েছেন ঋষি, যদিও প্রথমদিকে অনেকে ভেবেছেন তিনি শোয়ের জন্য দুবাইতে আছেন বা ঘুরতে গেছেন। তবে প্রথমবার আসল কারণ প্রকাশ্যে আনলেন গায়ক। যা দেখে চমকে গেছেন অনুরাগীরা। দুবাইতে নিজের বাড়ি কিনে অসাধ্য সাধন করে ফেলেছেন গায়ক ঋষি চক্রবর্তী।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?