
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সপ্তম দফার নির্বাচনের আগে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ২৮ এবং ২৯ মে রাজ্যে তিনটি সভা এবং রোড শো করবেন তিনি। জানা গিয়েছে, রাজনৈতিক সভার পাশাপাশি বাগবাজারে সারদা ভবনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
২৮ মে কলকাতায় এসে সেখানে যেতে পারেন তিনি। ওইদিন দুপুর ২.৩০ নাগাদ অশোকনগরে সভা করার কথা রয়েছে মোদির। বিকেল ৪টে নাগাদ সভা রয়েছে বারুইপুরে। সেই সভা সেরে বাগবাজারে যেতে পারেন মোদি। সেদিন কলকাতায় থেকে ২৯ তারিখে রোড শো রয়েছে প্রধানমন্ত্রীর।