
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে মেঘলা আকাশ। দুপুর গড়াতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি শুরু উত্তর থেকে দক্ষিণ কলকাতায়। ঘূর্ণিঝড় রেমালের দাপট শুরুর কয়েক ঘণ্টা আগে তৎপর পুলিশ, প্রশাসন।
রবিবার রাত ১১টা থেকে ১টার মাঝে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ দিয়ে অগ্রসর হয়ে মংলাতে ল্যান্ডফল রেমালের। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতায় অতি ভারী বৃষ্টির পাশাপাশি ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ দুটি হেল্পলাইন নম্বর শেয়ার করেছে। নম্বর দুটি হল- ৯৪৩৬১০৪২৮ এবং ৯৪৩২৬ ১০৪২৯।
ইতিমধ্যেই গঙ্গায় জলস্তর বেড়েছে। দুপুর তিনটে নাগাদ জলস্তর সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। রবিবার ও সোমবার হাওড়া-কলকাতার মধ্যে ফেরি সার্ভিস বন্ধ থাকবে। আজ বেলা ১২ টা থেকে শুরু করে সোমবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ থাকবে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে শীর্ষ আধিকারিকেরা ২৪ ঘণ্টা হাজির থাকবেন। ইতিমধ্যেই শহরের সমস্ত বিপজ্জনক হোর্ডিং খুলে ফেলা হয়েছে।নিষ্কাশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, আলো, পার্ক এবং স্কোয়ার, রাস্তা, বাসস্থান, বাজার, জল সরবরাহ, বিল্ডিং , সরবরাহ, স্বাস্থ্য পৌর সচিব এবং বিজ্ঞাপন বিভাগের কর্মীদের শনিবার থেকে আগামী চারদিন ছুটি বাতিল করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম ডিজি পার্ক এবং স্কোয়ারকে উপড়ে পড়া গাছগুলি দ্রুত অপসারণের জন্য পর্যাপ্ত সংখ্যক গাছ কাটার যন্ত্র-সরঞ্জাম এবং অত্যাধুনিক সমস্ত গাছ কাটার মেশিন ও বিপর্যয় মোকাবিলা টিমকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।
মোমিনপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, মানিকতলা ইত্যাদি জায়গায় অর্থাৎ কলকাতায় জল জমে এমন এলাকায় জমা জল সরাতে পাম্পিং স্টেশনগুলি পরিচালনা এবং বহনযোগ্য পাম্প স্থাপনের জন্য বিভাগীয় ডিজিকে নির্দেশ দিয়েছেন তিনি।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪