
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটকে মুজরা কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁকে পাল্টা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি লেখেন, ভারতের মত এত বিশাল হৃদয়ের প্রধানমন্ত্রীর কী এটাই ভাষা হওয়া উচিত ? বিহারের মাটিতে এসে বেশ কয়েকটি ভিত্তিহীন, তথ্যহীন এবং মিথ্যা কথা বলেছেন। এবার নিজের পদ সম্পর্কেও কোনও স্পষ্ট ধারণা নেই। মুজরা এবং মঙ্গলসূত্র নিয়ে কথা বলে নিজের দৈন্যদশা দেখিয়ে দিয়েছেন আপনি। এটা নিয়ে একটু ভাবুন। প্রসঙ্গত, শনিবারে বিহারে এসে মোদি বলেছিলেন, তাঁর কাছে দেশের সংবিধান সর্বোচ্চ স্থানে রয়েছে। বাবাসাহেব আম্বেদকরের কথা সেরা। তবে ইন্ডিয়া জোটের মুজরা চলছে ভোটের জন্য। এরপর এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিপক্ষ শিবিরে।