
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট রয়েছে দিল্লিতে। আর সেখানেই ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের ভেতরে ডাঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের বুথে শনিবার ভোট দেন রাষ্ট্রপতি। গোটা বুথটাই মহিলা পরিচালিত। সকাল ৯টা নাগাদ বুথে পৌঁছন রাষ্ট্রপতি।
ভবনের ভেতর গোটা বুথ গোলাপি এবং সাদা রঙে সাজিয়ে তোলা হয়েছিল। ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের জন্য ছবিও তোলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, দ্রৌপদী মুর্মু লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এর আগের বছরে রাষ্ট্রপতির দিল্লির ঠিকানায় ভোটার কার্ড করানো হয়। এর আগে পর্যন্ত ওড়িশার ঠিকানায় ভোটার কার্ড ছিল তাঁর।