
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন বিচারপতি গেলেন আদালতে। কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করলেন। বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন ধরে তাঁর একটি মন্তব্য নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীকে কুকথা, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় শোকজের পর মঙ্গলবার তাঁকে সেন্সর করে নির্বাচন কমিশন। সঙ্গেই জানানো হয়েছিল মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না বিজেপি প্রার্থী। মঙ্গলবারের এই নির্দেশের পর,বুধবার আদালতের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করেছেন। মঙ্গলবার কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করেছিল তাঁর বক্তব্যের প্রেক্ষিতে। তাঁর ব্যবহৃত শব্দ বাংলার মর্যাদা ক্ষুণ্ণ করেছে, ভাবমূর্তির ক্ষতি করেছে বলে উল্লেখ করা হয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে, নির্বাচন কমিশন তাঁর মানহানি করেছে এবং তাঁকে কলঙ্কিত করা হয়েছে। এর বিরুদ্ধেও আলাদা পদক্ষেপ নেবেন বলে জানান তমলুকের বিজেপি প্রার্থী।