
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন চলছে। বাকি আর শেষ দু' দফা। স্বাভাবিক ভাবেই ভোট হয়ে গিয়েছে বেশিরভাগ জায়গায়। এই পরিস্থিতিতে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলছেন, ইন্ডিয়া জোট লড়াইয়ের ময়দানে এলেও, তাতে দেরি হয়ে গিয়েছে অনেকটা। ইন্ডিয়া জোট কত আসন পাবে এই নির্বাচনে, তা নিয়ে জল্পনা বিস্তর দেশের রাজনীতিতে। জোটের দলের নেতা-নেত্রীরা আশাবাদী। অন্যদিকে বিজেপি আশাবাদী পুনরায় তাদের সরকার গঠনের বিষয়ে। এবার ভোটকুশলী মুখ খুললেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এই সাক্ষাৎকারে ইন্ডিয়া জোটের জয়ের সম্ভাবনা নেই বলেই বোঝাতে চেয়েছেন। অবশ্যই তার পিছনে কারণ উল্লেখ করেছেন। তাঁর মতে বিরোধী জোট একের পর এক সুযোগ হারিয়েছে। কিশোর তুলে এনেছেন রামমন্দির প্রসঙ্গ। তাঁর মতে এই সময় বিরোধী দলগুলি অস্ত্রকে ফেলে রেখেছিল। পরে তারা যখন জেগে উঠল, তখন দেরি হয়ে গিয়েছে অনেকটা। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে প্রধানমন্ত্রীর মুখ ঘোষণা হয়নি, সেটিকেও জোটের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন তিনি। প্রায় একবছর আগে জোট তৈরি হওয়ার পরেও, সঠিক কাজ করতে না পারার সমালোচনাও করেছেন তিনি। কিশোরের বক্তব্য, ইন্ডিয়া জোত যখন ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিয়ে পরিকল্পনা করছিল, তার কথা বলছিল, তখন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে সেভাবে দাগ কাটতে পারেনি জোট। সমস্যা হয়েছে রাজ্যে রাজ্যে আসন সমঝোতাতেও। সেসব নিয়ে আলোচনা করেছেন প্রশান্ত কিশোর।