
শনিবার ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আপ সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে হুমকি পোস্টার। দিল্লি মেট্রোয় কামরার ভেতরে দেখা গিয়েছে হুমকি পোস্টার। শুধু তাই নয় প্যাটেল নগর এবং রাজীব চক মেট্রো স্টেশনের বাইরেও হুমকি পোস্টার দেখা গিয়েছে।
হুমকি পোস্টারগুলির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। আপের তরফে দাবি, নিবার্চনের আগে এগুলো বিজেপির চক্রান্ত। অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট করতেই এগুলো করা হচ্ছে।