
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রবিবার পুরুলিয়ার মাটি থেকে ফের একবার রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলছি, স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিলেন, ভারতের কথা বলতেন, তখন অনেক মানুষ তাঁর ভক্ত হন। যাঁরা ভারতকে ঘৃণা করতেন, তাঁরা অপমান করেছিলেন স্বামী বিবেকানন্দকে। কিন্তু তিনি ভয় পাননি। বাংলায় আজ এমনই হচ্ছে। নির্বাচনে বাংলার মানুষকে ভয় দেখাতে সব সীমা পার করেছে। দেশ, দুনিয়ায় ইস্কন কে সকলে চেনে। সেই ইস্কন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনকে হুমকি দিচ্ছে তৃণমূল।’
দুর্নীতির বিরুদ্ধেও এদিন সুর চড়ান মোদি। তিনি বলেন, তৃণমূল, কংগ্রেস নেতাদের বাড়ি থেকে যে টাকা মিলছে, তা জীবনে দেখেননি। হাতেনাতে ধরা পড়ে অথচ গালি দেয় মোদীকে। তিনি বলেন, ‘২০২৪ সালে দাঁড়িয়ে বলছি, দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না। আপনাদের যাঁরা লুঠ করছে, তাঁদের সঙ্গে মোদি ঠিক করছে কি না! এঁরা গালি দিলেও করা উচিত কি না! যাঁরা লুঠ করছে, তাঁদের শাস্তি দরকার কি না! মোদি গ্যারান্টি দিচ্ছে, ৪ জুনের পর নতুন সরকার হতেই এ রকম ভ্রষ্টাচারীদের জীবন জেলে অতিবাহিত হবে। পদক্ষেপ আরও তীব্র হবে।’
রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোলাবাজি, চুরি করা তৃণমূল সরকারের বিচার, আচার। যে বাংলায় সরস্বতীর পুজো হয়, সেখানে তৃণমূল শিক্ষায় চুরি করে। শিক্ষক নিয়োগে হাজার হাজার যুবকের ভবিষ্যৎ বরবাদ করেছে। সকলকে ধারে ডুবিয়েছে। বাংলার গ্রামে আজ শিক্ষক নেই। শিশুদের ভবিষ্যৎও চুরি করেছে।’
এর পাশাপাশি সন্দেশখালি নিয়েও সরব ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালির মহিলাদের দোষী বলছে। তাঁদের চরিত্র নিয়ে আঙুল তুলছে। ওঁদের জন্য যে ভাষায় কথা বলছে, তার জবাব বাংলার সব মহিলা দেবেন। ভোটের মাধ্যমে জবাব দেবেন। তৃণমূলকে বরবাদ করবেন।’
রবিবার পুরুলিয়ায় বিজেপির প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর হয়ে প্রচার করেন মোদি। ২৫ মে, ষষ্ঠ দফায় ভোট পুরুলিয়ায়।